Provident Fund: প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলা এত কঠিন কেন? কোথায় ভুল হয়?

Published : Jul 13, 2025, 03:00 PM IST

EPFO: সরকারি হোক বা বেসরকারি, যাঁরা চাকরি করেন তাঁদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভিডেন্ট ফান্ড (Provident Fund)। কিন্তু প্রয়োজনের মুহূর্তে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলা অনেক সময়ই কঠিন হয়ে যায়। এর কারণ জেনে নিলে আর ভুল হওয়ার আশঙ্কা থাকে না।

PREV
110
চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে গিয়ে কেন সমস্যা হয়?

ভারতে কোটি কোটি চাকরিজীবী প্রভিডেন্ট ফান্ডের উপর নির্ভরশীল। কিন্তু চাকরি ছেড়ে দিলে বা কর্মজীবন থেকে অবসর নেওয়ার পর প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে গিয়ে অনেক সময়ই সমস্যা হয়। এর কারণ জেনে নিন।

210
প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার ক্ষেত্রে নানা বাধা, জটিলতা দেখা দিতে পারে

প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার ক্ষেত্রে অনেক সময় অপ্রত্যাশিত বাধা আসতে পারে। এমনকী, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসা বন্ধও হয়ে যেতে পারে।

310
প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে সামান্য কোনও ভুলও টাকা তোলার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে

প্রভিডেন্ট ফান্ডে যদি নামের বানান ভুল থাকে, জন্মতারিখ ভুল থাকে, পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু না থাকে, তাহলে টাকা পাওয়া আটকে যেতে পারে।

410
প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়া নিশ্চিত করতে হলে সব নথি-পত্র ঠিক রাখতে হবে

যদি কারও নামের বানান, জন্মতারিখ, পরিচয়পত্র, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর না মেলে, কেওয়াইসি আপডেট করানো না থাকে, তাহলে টাকা পাওয়া আটকে যেতে পারে।

510
আধার, প্যান-সহ যাবতীয় সরকারি নথি ঠিক রাখতে হবে, না হলেই সমস্যায় পড়তে হয়

ইপিএফও সিস্টেম আধার, প্যানের মতো নথি যাচাই করে। এক্ষেত্রে সামান্য ভুল হলেই টাকা পাওয়া আটকে যেতে পারে।

610
কেওয়াইসি ভেরিফিকেশন সবসময় করে রাখা জরুরি, না হলে সমস্যায় পড়তে হয়

অনেকেই কেওয়াইসি আপডেট ও ভেরিফিকেশনের গুরুত্ব বোঝেন না। অথচ এটা না করলে প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে যেতে পারে।

710
কেওয়াইসি ও পরিচয় যাচাই না করা পর্যন্ত প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়া যায় না

কেওয়াইসি ভেরিফাই না করা পর্যন্ত কোনও ব্যক্তিকেই প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হয় না। সংশ্লিষ্ট অ্যাকাউন্ট বন্ধও করে দেওয়া হতে পারে না।

810
প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টও ঠিক রাখা জরুরি

ইপিএফও-র ক্ষেত্রে সব নথি ঠিক থাকলেও, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনও গরমিল থাকে, তাহলে টাকা পাওয়া যাবে না।

910
প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে হলে যাবতীয় নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক রাখতে হবে

আধার, প্যান, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ঠিক থাকলে তবেই প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়া যায়।

1010
অনলাইনে কোনওরকম কাজকর্মের অভিজ্ঞতা না থাকলেও সমস্যায় পড়তে হতে পারে

অনলাইনে প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত কাজকর্ম করলে পদ্ধতি অনেক সহজ হয়। তবে সবাই এই কাজ পারেন না। এই কারণে সমস্যা হয়।

Read more Photos on
click me!

Recommended Stories