ফের নোটবন্দি? বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে ২০০ টাকার নোট? বড় খবর!

Published : Feb 10, 2025, 05:29 PM IST

ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই বড় খবর। ২০০০ টাকার নোটের পর এবার নাকি বাতিল করা হবে ২০০ টাকার নোট! বাজার থেকে নাকি সব ২০০ টাকার নোট তুলে নেওয়া হতে পারে! এমনই খবর জানা যাচ্ছে। কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া?

PREV
110

সম্প্রতি ২০০ টাকা এবং ৫০০ টাকার নোটের জালিয়াতি বাজারে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে বলে অভিযোগ উঠছে।

210

এবার কি তাহলে ২০০ টাকার নোটকেও বাতিল করে দিচ্ছে সরকার?

310

এই বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে।

410

সম্প্রতি বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে, ২০০ টাকার নোট বাতিল হয়ে যাচ্ছে।

510

তবে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এটি পুরোটাই গুজব।

610

২০০ টাকার নোট বাতিলের কোনরকম পরিকল্পনা আপাতত নেই। তবে এই নোটের জালিয়াতি বেড়ে যাওয়ায় জনগণকে সতর্কতা থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

710

আপনার পকেটে থাকা ২০০ টাকার নোটটি জাল কিনা তা সনাক্ত করতে নিন্মলিখিত বৈশিষ্ট্যগুলির উপর নজর দিন-

810

নোটের বাঁদিকে দেবনগরী হরফে ২০০ লেখা থাকবে।

মাঝখানে মহাত্মা গান্ধীর স্পষ্ট ছবি থাকবে।

মাইক্রো অক্ষরে লেখা থাকবে ‘RBI’, ‘Bharat’, ‘India’ এবং ‘200’।

ডানদিকে অশোক স্তম্ভের প্রতীক থাকবে।

910

জাল নোটের প্রচলন রোধ করতে ভারতীয় রিজার্ভ ব্যাংক জনগণকে বিশেষ পরামর্শ দিয়েছে-

1010

RBI স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, ২০০ টাকার নোট বাতিলের কোনরকম পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এটি সম্পূর্ণ ভুয়ো খবর।

click me!

Recommended Stories