ভারতে বিমা সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্র। এই বিল পাশ হলে বিমা খাতে ১০০% এফডিআই, কম্পোজিট বিমা লাইসেন্স এবং নন-ইন্স্যুরেন্স সংস্থার সঙ্গে সংযোগের সুযোগ সহ নানা পরিবর্তন আসবে। এর ফলে বেসরকারি সংস্থা লাভবান হলেও, LIC ও SBI Life-এর জটিলতা বাড়তে পারে।
বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি সরকার। ভারতে বিমা সংশোধনী বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার।
210
যদি দেশে এই বিমা সংশোধনী বিল অনুমোদন পায়, তাহলে বিমা খাতে এফডিআইয়ের ১০০ শতাংশ পথ খুলে যাবে। অর্থাৎ এই বিল দেশে চালু হলে বিদেশি বিনিয়োগকারীরা কোনও ভারতীয় বিমা সংস্থাকে সম্পূর্ণরূপে কিনতে পারে।
310
তেমনই কোনও বিদেশি বিমা সংস্থা কোনও ভারতীয় বিমা সংস্থার শেয়ারহোল্ডার না হয়েও পৃথক ও স্বয়ংসম্পূর্ণভাবে ব্যবসা করতে পারে।
410
তেমনই বিমা সংশোধনী বিল কার্যকর হলে কম্পোজিট বিমা লাইসেন্স পাওয়া শুরু হবে। এতে সমস্ত বিমা সংস্থা লাভবান হবে।
510
বিমা সংশোধনী বিল কার্যকর হলে নন ইনসিওরেন্স সংস্থাগুলোর সঙ্গে ইনসিওরেন্স সংস্থার সংযোগে বাধা থাকবে না।
610
তেমনই বিমা সংশোধনী বিল কার্যকর হলে লাভবান হবে ম্যাক্স ফিনান্সিয়াল সংস্থা। এই সংস্থার অধীনে ইনসিওরেন্স সংস্থা ও নন ইনসিওরেন্স সংস্থা সংযুক্ত হবে।
710
বর্তমানে বিমা এজেন্টরা শুধুমাত্র একটি জীবনবিমা ও একটি সাধারণ ও স্বাস্থ্যবিমা সংস্থার সঙ্গে চুক্তি করতে পারে। এই বিমা সংশোধনী বিল কার্যকর হলে এই বাধা দূর হবে।
810
এই বিমা সংশোধনী বিল কার্যকর হলে তার দ্বারা লাভবান হবে বেসরকারি বিমা সংস্থা।
910
তবে, এলআইসি এবং এসবিআই লাইফের মতো সংস্থার জটিলতা বাড়তে পারে।
1010
তবে, নতুন বিমা সংশোধনী বিল কার্যকর হলে আগামী দিনে বিমা সংস্থার বিনিয়োগ বিধিতে বড় বদল আসবে।