এভাবে পরিকল্পনা করে বিনিয়োগ করুন, তাহলে অবসরকালে হতে আসবে কোটি কোটি

মাস মাহিনের ওপর নির্ভর করেও অবসরকালে ৮ কোটি টাকা পাতে পারেন। কিন্তু কীভাবে? রইল তারই টিপস।

 

Saborni Mitra | Published : Nov 23, 2024 2:56 PM IST
18
মাস মাহিনে

আপনি বেতনের ওপর নির্ভর করে থাকেন তাহলে অবসরকালে ৮ কোটি টাকা হাতে পেতে পারেন। কীভাবে সঞ্চয় করবেন? রইল তারই টিপস।

28
পরিকল্পনা শুরু

আপনি যদি অবসরকালে ৮ কোটি টাকা পেতে চান তাহলে ৩০ বছর ধরেই পরিকল্পনা করে সঞ্চয় করতে হবে।

38
১২ শতাংশ সুদ

৮ কোটি টাকা জমাতে হলে আপনাকে বছরে রিটার্ন নিতে হবে ১২ শতাংশ হারে সুদ। ৩০ বছর ধরে এই টাকা বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার মোট টাকা জমবে ৯০ লক্ষ টাকা।

48
এসপিআইতে বিনিয়োগ

ঠিকভাবে এসআইপিতে বিনিয়োগ করতে পারেন তাহলে আপনি অবসরে জমাতে পারেন ৮ কোটি টাকা।

58
হাতে আসবে ৮ কোটির বেশি

সেই টাকা থেকে ১২ শতাংশ হারে যে সুদ পাবেন সেখানে আপনার হাতে আসবে মোট ৮ কোটি ৮২ লক্ষ ৪৭ হাজার ৮৪৪ টাকা।

68
সুরক্ষায় নজর

বিনিয়োগের আগে সুরক্ষার দিকে নজর দেবেন। কারণ আর্থিক প্রতারণা বা জালিয়াতির খপ্পরে পড়তে পারেন। তাই বিনিয়োগের আগে সবকিছু খতিয়ে দেখতে পারেন।

78
চাকরি জীবনের প্রথম থেকেই বিনিয়োগ

চাকরি জীবনের প্রথম থেকেই বিনিয়োগ করতে হবে। সঠিক পরিকল্পনা করে সুস্ঠুভাবে বিনিয়োগ করতে হবে। তাহলে অবসর জীবন হবে নিশ্চিত।

88
বিনিয়োগের পরিকল্পনা

বর্তমানে অনেক পোর্টাল রয়েছে। সেগুলি দেখে যাচাই করে তবেই বিনিয়োগ করতে পারেন। তাহলে জালিয়াতদের খপ্পরে পড়ার সম্ভাবনা অনেক কম।

Share this Photo Gallery
click me!

Latest Videos