২ কোটির কম অঙ্কের স্থায়ী আমানতে সুদের হার বাড়ানো হল, বড়দিনে গ্রাহকদের শ্রেষ্ঠ উপহার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার

Published : Dec 14, 2022, 03:50 AM IST
SBI ATM

সংক্ষিপ্ত

এখন থেকে ২ কোটির কম অঙ্কের স্থায়ী আমানতে ৬৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়ানো হয়েছে।নতুন দর ১৩ ডিসেম্বর মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে।

গ্রাহকদের জন্য বড়দিনের উপহার নিয়ে এলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিটের উপর সুদের পরিমাণ বাড়িয়ে গ্রাহকদের মনে জায়গা করে নিলো ব্যাঙ্ক। এসবিআইয়ের ওয়েবসাইটে নয়া ঘোষণা অনুযায়ী, এখন থেকে ২ কোটির কম অঙ্কের স্থায়ী আমানতে ৬৫ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়ানো হয়েছে।নতুন দর ১৩ ডিসেম্বর মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে।

গত সপ্তাহেই রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তার পরেই এসবিআইয়ের এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। নয়া নিয়মে ২ কোটি টাকার কম অঙ্কের ২১১ দিন থেকে শুরু করে এক বছরের কম মেয়াদী স্থায়ী আমানতের ক্ষেত্রে ৫.৫০ শতাংশ থেকে সুদ বেড়ে হল ৫.৭৫ শতাংশ। অর্থাৎ, এ ক্ষেত্রে তা ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেল। এসবিআই শেষ বার সুদের হারে পরিবর্তন করেছিল গত ২২ অক্টোবর।

PREV
click me!

Recommended Stories

Gold Price: বিরাট পতন সোনার দামে, গতকালের তুলনার অনেকটা কমে গেল দাম, রইল বিভিন্ন শহরে সোনার রেট
Large থেকে Flexi Cap, কোন ফান্ডের কেমন রিটার্ন বিগত বছরে? দেখুন বিনিয়োগে বসতে লক্ষ্মী, পর্ব-৩৩