Share Market: শেয়ার বাজার থেকে তাদের নিষিদ্ধ করে দিল সেবি! কিন্তু কেন?

এবার বিস্ফোরক অভিযোগ। 

এবার তাঁকে নিষিদ্ধ করল বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ‘সিকিউরিটিজ় অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি’। কেতন ছাড়া আরও দুজনের বিরুদ্ধে একই পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় এই সংস্থা। সেইসঙ্গে, অভিযুক্তদের থেকে ৬৫.৭৭ কোটি টাকা বাজেয়াপ্ত করা হবে বলেও ঘোষণা করেছে সেবি (SEBI)।

গত ৩০ ডিসেম্বর, কেতন সহ মোট তিনজনের বিরুদ্ধে পদক্ষেপ নেয় এই কেন্দ্রীয় সংস্থা। সেবির অভিযোগ, আগে থেকে তথ্য জেনে নিয়ে স্টকের লেনদেন করেছেন কেতন এবং তাঁর সহযোগীরা। আর এই কাজে তাঁর সঙ্গে ছিলেন রোহিত সালগাওকার নামের সিঙ্গাপুরের একজন লগ্নিকারী।

Latest Videos

আর এই করে ৬৫.৭৭ কোটি টাকা লাভ করেছেন তারা। আর তাই সেবিতে নথিভুক্ত মধ্যস্থতাকারী কোনও সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না কেতন সহ অন্যান্য অভিযুক্তরা।

অবশ্য এর আগেও স্টক কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছেন কেতন। সেই ২০০০ সালে, তাঁর বিরুদ্ধে শেয়ার জালিয়াতির অভিযোগ ওঠে। ওই সময়ে ১৪ বছরের জন্য বাজার থেকে কেতনকে নিষিদ্ধ করে দিয়েছিল সেবি। এমনকি, তাঁকে গ্রেফতারও করা হয়েছিল।

সেবি সূত্রে জানা যাচ্ছে, সালগাওকার এবং পারেখ আমেরিকা ভিত্তিক একটি সংস্থা তৈরি করেন। কোম্পানিটি সারা বিশ্বে প্রায় আড়াই লক্ষ কোটি ডলার লেনদেনের সঙ্গে যুক্ত। সেই সংস্থার মাধ্যমেই আগাম শেয়ারের ব্যাপারে তথ্য জেনে নিয়ে স্টক কেনাবেচা করতেন কেতন এবং সালগাওকার দুজন মিলে। বেশ ভালোই রোজগার করছিলেন দুজনে।

এদিকে পারেখ সহ তিনজনকে শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করতে মোট ১৮৮ পাতার রিপোর্ট পেশ করেছে সেবি। সেখানে পারেখ এবং সালগাওকারের নামের পাশে মোট ২২টি সংস্থার উল্লেখ করা হয়েছে। আর এই ঘটনার জেরে, ফের একবার কেতনের গ্রেফতার হওয়ার আশঙ্কাকেও উড়িয়ে দিচ্ছেন না অনেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভাইপো মাঝে মাঝেই হারিয়ে যায়' কেন বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari | Bangla News
'India ফুঁ দিলে Bangladesh উড়ে jabe' বাংলাদেশকে একহাত নিলেন Agnimitra Paul, #shorts #shortsfeed
ছিঃ বাঙালি হিসাবে লজ্জা ইউনুস! Bangladesh-এর প্রধানকে ধুয়ে যা বললেন Adhir Ranjan Chowdhury
অবশেষে নির্ধারিত হলো RG Kar মামলার রায় ঘোষণার দিন! শেষ পরিণতি কী হবে, অপেক্ষায় পুরো রাজ্য | RG Kar
‘৫০% মুসলমান হলে West Bengal-এর অবস্থাও Bangladesh-এর মতো হবে’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র