চলছে তো চলছেই! আবারও লোকসান শেয়ার বাজারে, সপ্তাহের শেষ দিনেও অনেকটাই নামল সূচক

Published : Nov 08, 2024, 06:39 PM IST
Share Market Loss

সংক্ষিপ্ত

সপ্তাহের শেষ দিনেও কিছুটা রক্তাক্ত শেয়ার বাজার।

সপ্তাহের শেষ লেনদেনের দিনেও অনেকটাই কমল স্টকের সূচক। এই নিয়ে পরপর দুদিন পতন সেনসেক্স এবং নিফটির।

ফলে, লোকসান যেন থামছেই না লগ্নিকারীদের। আপাতত ভাগ্য ফেরার আশায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের দিকেই তাকিয়ে থাকতে হবে তাদের সকলকে।

শুক্রবার, অর্থাৎ ৮ নভেম্বর বোম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সূচক নেমে যায় প্রায় ৫৫.৪৭ পয়েন্টে। স্বভাবতই, দিনের শেষে ৭৯,৪৮৬.৩২ পয়েন্টে গিয়ে থেমেছে সেনসেক্স। এর জেরে মোট ০.০৭ শতাংশের পতন লক্ষ্য করা গেছে। ওদিকে বাজার খোলার সময়, সেনসেক্স ৭৯,৬১১.৯০ পয়েন্টে দাঁড়িয়েছিল। দিনের মধ্যে সর্বোচ্চ ৭৯,৮০৭.২৬ পয়েন্টে উঠেছিল এই সূচক।

অপরদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই) একইরকমের পতন লক্ষ্য করা গেছে। এদিন ৫১.১৫ পয়েন্ট নেমে এসেছে এর সূচক। যা প্রায় ০.২১ শতাংশ। বাজার বন্ধ হওয়ার পর, নিফটি ২৪,১৪৮.২০ পয়েন্টে দাঁড়িয়ে গেছে। দিনের শুরুতে যা ছিল ২৪,২০৭.৭০। আর দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,২৭৬.১৫ পয়েন্টে উঠেছিল নিফটি।

ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, এদিন ১ হাজার ৩১৪টি শেয়ারের দাম বেড়েছে। আবার দর কমে যাওয়া স্টকের সংখ্যা ২ হাজার ৪৭৫। দিনভর কোনও উত্থান পতন হয়নি প্রায় ৯৫টি শেয়ারের। এদিকে আবার নিফটিতে সর্বাধিক লাভ করেছেন, এম অ্যান্ড এম, টাইটান, টেক মাহিন্দ্রা, ইনফোসিস ও নেসলের স্টকের লগ্নিকারীরা।

আর কোল ইন্ডিয়া, টাটা স্টিল, ট্রেন্ট, এশিয়ান পেইন্টস এবং শ্রীরাম ফিন্যান্সের বিনিয়োগকারীদের সর্বাধিক লোকসানের মুখে পড়তে হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ইন্ডিগোর আকাশে দুর্যোগ, DGCA-র কড়া হাতে রাশ! ৫% ফ্লাইট কমানোর সিদ্ধান্ত
ব্রিটিশদের হারানো এক বাঙালির সাফল্যের গল্প! যা প্রতিটি বাঙালির অবশ্যই জানা উচিত