UAN ছাড়াই পিএফ ব্যালেন্স চেক করা সম্ভব, জেনে নিন এই সহজ উপায় কী

চাকরিজীবীদের জন্য প্রতি মাসে কিছু পরিমাণ অর্থ প্রভিডেন্ট ফান্ডে জমা হয়। এটি ব্যক্তির আর্থিক সুরক্ষা প্রদান করে। প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ সুদ পাওয়া যায়, তাই অবসরের সময় ভালো পরিমাণ অর্থ পাওয়া যাবে। 

Sayanita Chakraborty | Published : Nov 7, 2024 12:38 PM IST

বেতনভোগী কর্মীদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রভিডেন্ট ফান্ডে জমা হয়। এটি ব্যক্তির আর্থিক সুরক্ষা প্রদান করে। প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ সুদ প্রদান করা হয়, তাই অবসরের সময় ভালো পরিমাণ অর্থ পাওয়া যাবে। বর্তমানে আপনার বেতন থেকে কত টাকা পিএফ-এ জমা হয়েছে? ব্যালেন্স কত? এটি পরীক্ষা করা সহজ। এর জন্য কোনো ঝামেলা করতে হবে না। মিসড কল, মেসেজ বা অন্যান্য উপায়ে পিএফ ব্যালেন্স চেক করা যায়।

পিএফ অ্যাকাউন্টের জন্য ইউএএন নম্বর দেওয়া হয়। এই ইউএএন নম্বর থাকলে অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে অ্যাকাউন্ট পরীক্ষা করা যায়। জমা হওয়া অর্থ, পিএফ সুদ সহ সকল তথ্য পরীক্ষা করা যায়। কিন্তু ইউএএন নম্বর না জানা থাকলে চিন্তার কোনো কারণ নেই। সহজেই ইউএএন নম্বর ছাড়াই ব্যালেন্স চেক করার উপায় এখানে দেওয়া হল।

Latest Videos

৯৯৬৬০৪৪৪২৫ নম্বরে আপনার পিএফ অ্যাকাউন্টে নিবন্ধিত মোবাইল নম্বর থেকে মিসড কল দিতে হবে। মিসড কলের পর ইপিএফও থেকে মেসেজ আসবে। এই মেসেজে শেষ পিএফ পেমেন্টের অ্যাকাউন্টের বিবরণ, ব্যালেন্স জানা যাবে। এটি পিএফ ব্যালেন্স পরীক্ষা করার সবচেয়ে সহজ উপায়।

পিএফ পোর্টালে আপনার মোবাইল নম্বর নিবন্ধন করতে হবে। এর ফলে ইউএএন নম্বরের সাথে মোবাইল নম্বর লিঙ্ক হয়ে যাবে। এরপর কেওয়াইসি করতে হবে। অন্তত একটি কেওয়াইসি সম্পন্ন করতে হবে। আধার, প্যান নম্বর সহ কেওয়াইসি সম্পন্ন করলে বাকি প্রক্রিয়া সহজ। এই প্রক্রিয়া সম্পন্ন হলে পিএফ মিসড কল নম্বরে কল করলে ২ বার রিং হওয়ার পর অটোমেটিক কেটে যাবে। এরপর পিএফ অ্যাকাউন্টের তথ্য পাওয়া যাবে।

মেসেজ করেও ব্যালেন্স পরীক্ষা করা যায়। ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে মেসেজ করলেও পিএফ অ্যাকাউন্টের তথ্য পাওয়া যাবে। EPFOHO UAN ENG লিখে পাঠাতে হবে। এখানে ENG হল ভাষা নির্বাচন। ইপিএফও পোর্টালের মাধ্যমেও ব্যালেন্স পরীক্ষা করা যায়। কর্মচারী বিভাগের অধীনে সদস্য পাসবুক ক্লিক করলে ইউএএন নম্বর লিখতে বলা হবে। তথ্য লিখলে সরাসরি আপনার পিএফ অ্যাকাউন্ট খুলে যাবে।

স্মার্টফোনে UMANG অ্যাপ ডাউনলোড করেও পিএফ অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য পরীক্ষা করা যায়। এরপর মোবাইল নম্বর, ইউএএন নম্বর সহ অন্যান্য তথ্য দিয়ে যাচাই করতে হবে। এরপর সহজেই অ্যাকাউন্টের বিবরণ পরীক্ষা করা যাবে।
 

Share this article
click me!

Latest Videos

Live: তালডাংরায় নির্বাচনী প্রচারে এসে হুঙ্কার সুকান্ত মজুমদারের, দেখুন সরাসরি
হুমায়ুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন অগ্নিমিত্রার
Suvendu Adhikari : 'পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব' হুঙ্কার শুভেন্দুর
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো
'বারবার কেন হিন্দুদের উপর আক্রমণ?' জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে এসে গর্জে উঠে যা বললেন শুভেন্দু