ঘুষ মামলার প্রভাব এবার সরাসরি শেয়ার বাজারে।
ঘুষ মামলার প্রভাব এবার সরাসরি শেয়ার বাজারে। ঘুষ মামলায় অভিযুক্ত আদানি গোষ্ঠী। আর তার জেরে ক্ষতিগ্রস্থ শেয়ার বাজার।
বৃহস্পতিবার, সূচক তো ওঠেইনি, উল্টে অনেকটাই নেমে গেছে। বৃহস্পতিবার, ২১ নভেম্বর সেনসেক্স এবং নিফটি পড়েছে প্রায় ৪২৩ এবং ১৭০ পয়েন্ট। ফলে, ফের একবার লোকসানের মুখে পড়েছেন বিনিয়োগকারীরা।
এ দিন সকালে ৭৭,৭১১.১১ পয়েন্টে খুলেছিল বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। আর এটাই ছিল দিনের সর্বাধিক সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় যে, ৭৭,১৫৫.৭৯ পয়েন্টে গিয়ে থেমেছে সেনসেক্স। প্রায় ৪২২.৫৯ পয়েন্ট পড়ে গেছে সূচক। শতাংশের নিরিখে যা ০.৫৪%।
অন্যদিকে, দিনের শেষে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) গিয়ে থেমেছে ২৩,৩৪৯.৯০ পয়েন্টে। এদিন বাজার খোলার সময়, ২৩,৪৮৮.৪৫ পয়েন্টে দাঁড়িয়ে ছিল নিফটি। দিনের মধ্যে সর্বোচ্চ ২৩,৫০৭.৩০ পয়েন্টে উঠেছিল এই শেয়ার সূচক। এতে ১৬৮.৬০ পয়েন্টের পতন দেখা গেছে এদিন। যা প্রায় ০.৭২ শতাংশ।
লক্ষ্মীবারে মোট ১ হাজার ১৮০টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। আর দর পড়েছে ২ হাজার ৬১৪টি স্টকের। ৮৯টি শেয়ারের দাম আবার অপরিবর্তিত রয়েছে। তবে এদিন আদানি গোষ্ঠীর অধিকাংশ সংস্থার সূচক ছিল নিম্নমুখী। যার মধ্যে আদানি এন্টারপ্রাইজ়েস এবং আদানি পোর্টসের লগ্নিকারীরা সবচেয়ে বেশি লোকসানের মুখ দেখেছেন বলে জানা গেছে। এছাড়া দর কমেছে এসবিআই লাইফ ইনশিওরেন্স, এনটিপিসি এবং স্টেট ব্যাঙ্কের।
এদিকে আবার মরা বাজারে ভালো মুনাফা দিয়েছে পাওয়ার গ্রিড কর্পোরেশন, আল্ট্রাটেক সিমেন্ট, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ়, এইচসিএল টেক এবং গ্রেসিম ইন্ডাস্ট্রিজ়ের। এনার্জি, এফএমসিজি, তেল ও গ্যাস, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, মিডিয়া, গাড়ি নির্মাণকারী এবং সংকর ধাতু প্রস্তুতকারী সংস্থাগুলির শেয়ারের দর কমে গেছে প্রায় এক থেকে দুই শতাংশ করে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।