Share Market: কিছুটা পিছোল সেনসেক্স! বাজার চাঙ্গা থাকলেও ৮০ হাজার পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে গেল সূচক

মঙ্গলবারও বেশ ভালো জায়গাতে শেষ করল শেয়ার বাজার। 

মঙ্গলবারও বেশ ভালো জায়গাতে শেষ করল শেয়ার বাজার। সূচক কিছুটা নামলেও ৮০ হাজারের ঘরেই রইল সেনসেক্স।

সোমবার, হাজার পয়েন্ট বাড়লেও সপ্তাহের দ্বিতীয় দিন খানিকটা পিছিয়ে পড়ল সেনসেক্স। গত দুই দিনের শক্তিশালী সেশনের পর এদিন বোম্বে স্টক এক্সচেঞ্জ থেমে গেছে ৮০ হাজারেই। মহারাষ্ট্রে ভোটের ফল বেরোতেই সেনসেক্সে রকেট গতির উত্থান চোখে পড়েছিল। নিফটিও অনেকটা চাঙ্গা হয়ে ওঠে এদিন।

Latest Videos

তবে ২৬ নভেম্বর বাজার বন্ধের পর, সেনসেক্স এবং নিফটি উভয়ের সূচকেই বেশ খানিকটা পতন লক্ষ্য করা গেছে। মঙ্গলবার, বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) খোলার সময়ে ৮০,৪১৫.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। কিন্তু দিনের শেষে অনেকটাই নেমে ওই সূচক চলে আসে ৮০,০০৪ পয়েন্টে। এদিন প্রায় পয়েন্ট ১০৫.৭৯ পয়েন্ট কমেছে সেনসেক্স।

শতাংশের নিরিখে যা প্রায় ০.১৩ শতাংশ কম। সারাদিনের মধ্যে সর্বোচ্চ ৮০,৪৮২.৩৬ পয়েন্টে উঠেছিল বিএসই-র সূচক। ২৬ নভেম্বর, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) বন্ধ হওয়ার পর দেখা যায় যে, ২৪,১৯৪.৫০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে শেয়ার বাজারের সূচক। আগেরদিন, অর্থাৎ সোমবার তা বাড়লেও এদিন ২৭.৪০ পয়েন্ট নিম্নমুখী হয়ে যায় নিফটির এই সূচকটি। ফলে, এই বাজার ০.১১ শতাংশ হ্রাস পেয়েছে।

দিনের শুরুতে কিন্তু ২৪,৩৪৩.৩০ পয়েন্টে দাঁড়িয়েছিল এনএসই। যা দিনের মধ্যে সর্বোচ্চ ছিল। এদিকে নিফটিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে শ্রীরাম ফিনান্স, ব্রিটানিয়া, ভারত ইলেকট্রিক, এশিয়ান পেইন্টস এবং ইনফোসিসের বিনিয়োগকারীরা। ফলে, বাজার চাঙ্গা থাকলেও কিছুটা পিছিয়ে পড়ল সেনসেক্স।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
স্বীকারোক্তি দেবের! মমতার সামনে 'ও মধু আই লাভ ইউ' গেয়ে উঠলেন দেব! দেখুন | Actor DEV | TMC
মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য Konnagar-এ | Hooghly News
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি