লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের! কামব্যাক করল শেয়ার বাজার, কোন ষ্টক বাড়ল আর কোন ষ্টক পড়ল?

ফের ছন্দে ফিরল শেয়ার বাজার (Share Market)। গত ৫ দিন নিম্নমুখী থাকার পর অবশেষে ঘুরে দাঁড়াল বোম্বে ষ্টক মার্কেট (Stock Market)। খুশি বিনিয়োগকারীরা।

Subhankar Das | Published : Jul 26, 2024 12:49 PM IST

ফের ছন্দে ফিরল শেয়ার বাজার (Share Market)। গত ৫ দিন নিম্নমুখী থাকার পর অবশেষে ঘুরে দাঁড়াল বোম্বে ষ্টক মার্কেট (Stock Market)। খুশি বিনিয়োগকারীরা।

শুক্রবার, প্রায় ১৩০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স (Sensex)। একইভাবে ৪০০ পয়েন্টেরও বেশি বেড়েছে নিফটিও (Nifty)। উল্লেখ্য, গত কয়েকদিনের ক্ষত যেন অনেকটাই মেরামত করা গেল। সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে, কার্যত রকেটের গতিতে বৃদ্ধি পেল একাধিক স্টক। বলা চলে, সপ্তাহান্তে লক্ষ্মীলাভ।

Latest Videos

বড় একটা ধাক্কা সামলে শুক্রবার সকাল থেকেই ছন্দে ছিল দেশের শেয়ার বাজার। কিছুক্ষণের মধ্যেই নিফটি পৌঁছে যায় ২৪৪ পয়েন্ট। পাল্লা দিয়ে ৬৭২ পয়েন্ট বাড়ে সেনসেক্সও। আর তাতেই দেখা যায় বিএসই সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে প্রায় ২৫টিই অনেকটা উপরে উঠে গেছে।

অপরদিকে দাম পড়েছে মাত্র ৫টি স্টকের। ফলে, দিনের শেষে ১,২৯২.৯২ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছে যায় ৮১,৩৩২-তে। যা নিঃসন্দেহে বেশ তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় বাজেট ঘোষণার পর বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়াল বাজার।

অন্যদিকে, নিফটি ৪২৮.৭৫ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় প্রায় ২৪,৮৩৪.৮৫-তে। এদিকে সবচেয়ে বেশি দাম বেড়েছে ইনফোসিস, ভারতী এয়ারটেল, টিসিএস, জেএসডব্লু স্টিল এবং সান ফার্মার স্টকে। আবার টেক মাহিন্দ্রা, এইচডিএফসি ব্যাঙ্কের স্টকে ব্যাপকভাবেই পতন লক্ষ্য করা গেল।

ওদিকে নিফটিতে ২,৫৫৭টি স্টকের মধ্যে ১৬৪টি স্টকে ব্যাপকভাবে লাভের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা (Investors)। মাত্র ৬১৭টি স্টকের দাম কমেছে। আর অপরিবর্তিত রয়েছে ৬১টি স্টকের দাম। উল্লেখ্য, ৫২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে রয়েছে ১৬৪টি স্টক। একইভাবে ৫২ সপ্তাহের মধ্যে আবার নিম্নস্তরে রয়েছে মাত্র ৮টি স্টক।

আর ১০৯টি স্টকের আপার সার্কিটে এবং ১০টি স্টকের লোয়ার সার্কিটে আপাতত লেনদেন চলছে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
বাজি পোড়াতে গিয়ে হলো বিপত্তি! মর্মান্তিক ঘটনার সাক্ষী রইলো Uluberia | Howrah News Today
'এদের সঙ্গে জানোয়ারের তুলনা জানোয়ারের অপমান' ফালাকাটার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ শুভেন্দুর
'এই তৃণমূলকে উপরে ফেলব' মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে প্রচারে গিয়ে হুঙ্কার শুভেন্দুর | Suvendu A