Gold Silver Price: শুক্রবার কত বাড়ল সোনা-রুপোর দর? জেনে নিন আজকের লেটেস্ট আপডেট

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক। 

Web Desk - ANB | Published : May 12, 2023 1:22 AM IST

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

১২ মে শুক্রবার ১ গ্রামের দাম হয়েছে ৫,৬৯৫ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,৯৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৫,৫৬০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ বাড়তির দিকে। শুক্রবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৬৯,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৬৯৫ টাকা

৮ গ্রাম - ৪৫,৫৬০ টাকা

১০ গ্রাম - ৫৬,৯৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৬৯,৫০০ টাকা

অন্যদিকে ১২ মে তারিখে ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,২১৩ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৯,৭০৪ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬২,১৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম শুক্রবার বেড়ে হয়েছে ৬,২১,৩০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,২১৩ টাকা

৮ গ্রাম - ৪৯,৭০৪ টাকা

১০ গ্রাম - ৬২,১৩০ টাকা

১০০ গ্রাম - ৬,২১,৩০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দাম একই থাকলেও রুপোর দর কমেছে প্রতি গ্রামে ৪০ পয়সা করে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো শুক্রবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৭.৬০ টাকা

৮ গ্রাম - ৬২০.৬০ টাকা

১০ গ্রাম - ৭৭৬ টাকা

১০০ গ্রাম - ৭,৭৬০ টাকা

আরও পড়ুন -

বিয়ের আসরেই ‘নিয়োগ চাই’ স্লোগান নববধূর, পূর্ব বর্ধমান থেকে রাজ্য সরকারের উদ্দেশ্যে জোরালো দাবি
Ram Navami Violence: রামনবমীতে হওয়া অশান্তির তদন্তভার এবার পশ্চিমবঙ্গ পুলিশের হাত থেকে গেল NIA-র হাতে

হাইকোর্টের প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে মুখোমুখি মমতা ও শুভেন্দু, ফিরহাদ হাকিমের পাশের চেয়ারেই স্থান বিরোধী দলনেতার

Read more Articles on
Share this article
click me!