Gold Silver Price: মে মাসে ক্রমাগত ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দর, জেনে নিন আজকের লেটেস্ট আপডেট

কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দর? দেখে নেওয়া যাক।

Web Desk - ANB | Published : May 11, 2023 1:30 AM IST / Updated: May 11 2023, 07:02 AM IST

বিনিয়োগের ক্ষেত্রে সোনার সঠিক দাম না জানলে অসুবিধায় পড়তে হতে পারে বিনিয়োগকারীদের। তাই এই মূল্যবান ধাতু কেনার আগে এর দাম সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি। কলকাতায় পাকা সোনার নামে সামান্য বদল এসেছে। এপ্রিল মাসের শুরুর তুলনায় বদল এল সোনার গয়না ও হলমার্ক সোনার দামেও। কলকাতায় আজ কত হল হলুদ ধাতুর দাম? দেখে নেওয়া যাক।

কলকাতায় কত সোনার দাম?

১১ মে বৃহস্পতিবার প্রতি গ্রামে ২৫ টাকা করে বেড়ে গেছে ২২ ক্যারট সোনার দাম। ১ গ্রামের দাম হয়েছে ৫,৬৯৫ টাকা। ২২ ক্যারটের ১০ গ্রাম পাকা সোনার দাম দাঁড়িয়েছে ৫৬,৯৫০ টাকা। ২২ ক্যারটের ৮ গ্রাম সোনার দাম হয়েছে ৪৫,৫৬০ টাকা। ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দামও আজ বাড়তির দিকে। বৃহস্পতিবার ২২ ক্যারটের ১০০ গ্রামের সোনার দাম হয়েছে ৫,৬৯,৫০০ টাকা।

একনজরে ২২ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৫,৬৯৫ টাকা

৮ গ্রাম - ৪৫,৫৬০ টাকা

১০ গ্রাম - ৫৬,৯৫০ টাকা

১০০ গ্রাম - ৫,৬৯,৫০০ টাকা

অন্যদিকে বৃহস্পতিবারে প্রতি গ্রামে ২৮ টাকা করে দাম বেড়েছে ২৪ ক্যারট সোনারও। ১১ মে ২৪ ক্যারট সোনার ১ গ্রামের দাম ৬,২১৩ টাকা। ২৪ ক্যারট ৮ গ্রাম সোনার দাম ৪৯,৭০৪ টাকা। ২৪ ক্যারট ১০ গ্রাম সোনার দাম হয়েছে ৬২,১৩০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম বৃহস্পতিবার বেড়ে হয়েছে ৬,২১,৩০০ টাকা।

একনজরে ২৪ ক্যারট সোনার দাম

১ গ্রাম - ৬,২১৩ টাকা

৮ গ্রাম - ৪৯,৭০৪ টাকা

১০ গ্রাম - ৬২,১৩০ টাকা

১০০ গ্রাম - ৬,২১,৩০০ টাকা

হলুদ ধাতুর পর আসি রুপোলি ধাতুর কথায়। কলকাতায় আজ সোনার দাম বাড়লেও রুপোর দর কমে প্রতি গ্রামে ১০ পয়সা করে। এক নজরে দেখে নিন কত ওজনের রুপো বৃহস্পতিবার বিকোচ্ছে কত দামে।

কলকাতায় আজ রুপোর দাম

১ গ্রাম - ৭৮ টাকা

৮ গ্রাম - ৬২৪ টাকা

১০ গ্রাম - ৭৮০ টাকা

১০০ গ্রাম - ৭,৮০০ টাকা

আরও পড়ুন -

ফোন নম্বর ছাড়াই করা যাবে কল, সোশ্যাল দুনিয়ায় নতুন ব্যবস্থা নিয়ে এল টুইটার 
ভালোবাসায় মিষ্টি খুনসুটি নাকি, একেবারে বিচ্ছেদের ঝগড়া? দেখে নিন কোন রাশির মানুষরা প্রেমের সম্পর্কে খুব বেশি যত্নশীল

চিকিৎসা চলাকালীন চিকিৎসককেই পর পর ছুরির কোপ, কেরলের হাসপাতালে ভয়ঙ্কর ঘটনা

Read more Articles on
Share this article
click me!