যেটিতে টানা ৩২ বছর ধরে মাসে ১ হাজার টাকা করে বিনিয়োগ করতে পারলে
সেই SIP ((Multibagger Fund) থেকে আপনি ১ কোটিরও বেশি টাকা রিটার্ন পেতেন।
511
প্রায় ৩৭ গুণ রিটার্ন দিয়েছে এই ফান্ডটি
হিসেব বলছে, ৩২ বছরে এই ফান্ডে ১০ হাজার টাকার এসআইপি করলে রিটার্ন মিলত প্রায় ১৪.৪ কোটি টাকা। আর মাসে ১ হাজার টাকার এসআইপি করলে রিটার্ন মিলত ১.৪ কোটি টাকা। মানে কোটিপতি।
611
এসবিআই লং টার্ম ইক্যুইটি ফান্ড আসলে একটি ওপেন এন্ডেড ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম
যেটিতে একটি ৩ বছরের লক ইন পিরিয়ড রয়েছে।
711
তাছাড়া এই ফান্ডে বিনিয়োগ করে আপনি ট্যাক্সও বাঁচাতে পারেন অনায়াসে
গত ১৯৯৩ সালের ৩১ মার্চ, বাজারে এসেছিল এই ফান্ডটি। প্রথমে এই ফান্ডটি ছিল মূলত ডিভিডেন্ড অপশনে। পরে তা ২০০৭ সালে, গ্রোথ অপশনে আসে।
811
গত ১৯৯৩ সাল থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে এই ফান্ডে এসআইপি করলে
৩২ বছরে আপনি জমা করতে পারতেন ৩৮.৫ লক্ষ টাকা।
911
আর সেই টাকা ২০২৫ সালের ২৮ মার্চ, ১৪.৪৪ কোটি টাকায় এসে দাঁড়াত
মোট ১৭.৯৪% CAGR রয়েছে এই ফান্ডটিতে।
1011
১৫ বছরের মেয়াদে বার্ষিক ১৬.০৩% এবং ১০ বছরের মেয়াদে বার্ষিক ১৭.৫৯%
দেখা যাচ্ছে, ৫ বছরে বার্ষিক ২৪.৩১% হারে রিটার্ন দিয়েছে এই ফান্ডটি।
1111
যদি কেউ এই ফান্ডে আপনি ১ হাজার টাকা করেও বিনিয়োগ কর থাকতেন SIP-তে