SIP Highest Return: মাসে মাত্র ১০০০ টাকা বিনিয়োগ করেই কোটিপতি? বিনিয়োগকারীদের জন্য বিরাট আপডেট

Published : Apr 11, 2025, 05:30 PM ISTUpdated : Apr 11, 2025, 05:45 PM IST

SIP Highest Return: বাজারের অবস্থা এমনিতে খারাপ। কিন্তু এই ফান্ডটি বিশাল রিটার্ন দিচ্ছে।

PREV
111
কম সময়ে বেশি রিটার্ন সবাই আশা করেন

আর সেইরকমই একটি ফান্ড হল এসবিআই লং টার্ম ইক্যুইটি ফান্ড (SBI Long term Equity Fund)। 

211
ইক্যুইটি মার্কেটকে সবসময় একটি ম্যারাথনের সঙ্গে তুলনা করা হয়

যারা যে কোনও পরিস্থিতিতেও বিনিয়োগ চালিয়ে যেতে চান সঠিকভাবে (Mutual Fund Investment) তারা এই বাজার থেকে অনেক বেশি পরিমাণে রিটার্ন তুলতে পারেন। 

311
কারণ, কম্পাউন্ডিংয়ের গতিতে লক্ষ টাকার বিনিয়োগই কোটিপতি বানিয়ে দিতে পারে আপনাকে

আর এমনই একটি ফান্ড হল SBI Long term Equity Fund। 

411
যেটিতে টানা ৩২ বছর ধরে মাসে ১ হাজার টাকা করে বিনিয়োগ করতে পারলে

সেই SIP ((Multibagger Fund) থেকে আপনি ১ কোটিরও বেশি টাকা রিটার্ন পেতেন। 

511
প্রায় ৩৭ গুণ রিটার্ন দিয়েছে এই ফান্ডটি

হিসেব বলছে, ৩২ বছরে এই ফান্ডে ১০ হাজার টাকার এসআইপি করলে রিটার্ন মিলত প্রায় ১৪.৪ কোটি টাকা। আর মাসে ১ হাজার টাকার এসআইপি করলে রিটার্ন মিলত ১.৪ কোটি টাকা। মানে  কোটিপতি। 

611
এসবিআই লং টার্ম ইক্যুইটি ফান্ড আসলে একটি ওপেন এন্ডেড ইক্যুইটি লিঙ্কড সেভিংস স্কিম

যেটিতে একটি ৩ বছরের লক ইন পিরিয়ড রয়েছে। 

711
তাছাড়া এই ফান্ডে বিনিয়োগ করে আপনি ট্যাক্সও বাঁচাতে পারেন অনায়াসে

গত ১৯৯৩ সালের ৩১ মার্চ, বাজারে এসেছিল এই ফান্ডটি। প্রথমে এই ফান্ডটি ছিল মূলত ডিভিডেন্ড অপশনে। পরে তা ২০০৭ সালে, গ্রোথ অপশনে আসে। 

811
গত ১৯৯৩ সাল থেকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে এই ফান্ডে এসআইপি করলে

৩২ বছরে আপনি জমা করতে পারতেন ৩৮.৫ লক্ষ টাকা। 

911
আর সেই টাকা ২০২৫ সালের ২৮ মার্চ, ১৪.৪৪ কোটি টাকায় এসে দাঁড়াত

মোট ১৭.৯৪%  CAGR রয়েছে এই ফান্ডটিতে। 

1011
১৫ বছরের মেয়াদে বার্ষিক ১৬.০৩% এবং ১০ বছরের মেয়াদে বার্ষিক ১৭.৫৯%

দেখা যাচ্ছে, ৫ বছরে বার্ষিক ২৪.৩১% হারে রিটার্ন দিয়েছে এই ফান্ডটি।

1111
যদি কেউ এই ফান্ডে আপনি ১ হাজার টাকা করেও বিনিয়োগ কর থাকতেন SIP-তে
click me!

Recommended Stories