Gold price hike in Kolkata: আবারও দাম বাড়ল সোনার। এপ্রিল মাসের প্রথম থেকেই হুহু করে দাম বাড়ছে সোনার। কিন্তু গত দুই দিন কিছুটা হলেও কমেছিল সোনার দাম। কিন্তু আজ আবারও গ্রাফ উর্ধ্বমুখী।
আবারও দাম বাড়ল সোনার। এপ্রিল মাসের প্রথম থেকেই হুহু করে দাম বাড়ছে সোনার। কিন্তু গত দুই দিন কিছুটা হলেও কমেছিল সোনার দাম। কিন্তু আজ আবারও গ্রাফ উর্ধ্বমুখী।
210
দাম বাড়ার কারণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে বিশ্বেপর শেয়ার বাজারের পরিস্থিতি অস্থির। এই অবস্থায় সোনাই বিনিয়োগের দুর্দান্ত ভরসা। আর সেই কারণে সোনার চাহিদা তুঙ্গে। তাই দ্রুত বাড়ছে সোনার দাম।
310
বৃহস্পতিবার সোনার দাম
বৃহস্পতিবার ২৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ১ হাজার ৬৫০ টাকা। আর গয়না সোনা বা ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ১ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার সোনার দাম এক ধাক্কায় বেড়েছে প্রায় ১৫০০ টাকা। শুধু সোনা নয়, দাম বাড়ছে রুপোরও। এক ধাক্কায় ২০০০ টাকা বেড়েছে এক কেজি রুপোর দাম।
510
শুক্রবার সোনার দাম
শুক্রবার ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম হয়েছে ৯১ হাজার ৬০০ টাকা। পাকা সোনার গাম ৯২ হাজার ১০০ টাকা।
610
গয়না সোনার দাম
শুক্রবার গয়না সোনার দাম অর্থাৎ ২২ ক্যারেট হলমার্ক যুক্ত সোনার দাম ৮৭ হাজার ৫০০ টাকা। তবে এই টাকায় সোনা কেনই হবে। গয়না কিন্তু তৈরি হবে না। তার জন্য দিতে হবে বাড়তি মজুরি আর জিএসটি চার্জ।
710
গয়না তৈরিতে খরচ
২২ ক্যারাটের গয়না সোনার দাম কেবলমাত্র করযোগ করেই ৯০ হাজার টাকা পার করে যাচ্ছে। মেকিং চার্জ বা গয়না গড়ানোর মজুরি যোগ হলে এই দাম আরও কিছুটা বাড়বে।
810
সোনার দাম বাড়বে
আগামী দিনে সোনার দাম আরও বাড়বে বলেও অনুমান ব্যবসায়ীদের। তাঁদের কথায় বাজার অস্থির থাকায় এই সমস্যা।
910
রুপোর দাম
শুক্রবার প্রতি কোজি রুপোর দাম ৯২ হাজার ৭০০ টাকা।
1010
সমস্যায় মধ্যবিত্ত
সোনার এই মূল্যবৃদ্ধির কারণে সমস্যা পড়ছে মধ্যবিত্ত। লগ্নি ছাড়াও সোনার গয়নাও মধ্যবিত্তের সঞ্চয়ের একটি বড় জায়গা।