Mutual Fund: এই ৬টি ফান্ড থেকে সর্বাধিক ৫৭.১৬%-র বেশি রিটার্ন! এও কি সম্ভব?

মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করে থাকেন, তাদের জন্য বিরাট খবর। এমন কিছু ফান্ড রয়েছে, যেগুলি থেকে চলতি বছরে বিশাল রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

Subhankar Das | Published : Dec 19, 2024 12:52 PM IST
111
চলতি বছরে মোট ৬টি ইকুইটি মিউচুয়াল ফান্ড

যেখান থেকে ইনভেস্টররা মোট ৪৫ শতাংশেরও বেশি রিটার্ন পেয়েছেন। এই মিউচুয়াল ফান্ডগুলিতে বিনিয়োগ করে কার্যত মোটা টাকাই হাতে পেয়েছেন বিনিয়োগকারীরা।

211
মতিলাল অসওয়াল মিউচুয়াল ফান্ড

এই ফান্ডটি থেকে চলতি ২০২৪ সালে, ৫৭.১৬% রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

311
চলতি বছরে জানুয়ারি মাসের ১ তারিখ

যদি কেউ এই ফান্ডটিতে ১ লক্ষ টাকার এককালীন বিনিয়োগ করে থাকেন, তাহলে বর্তমানে তাঁর প্রাপ্য রিটার্নের পরিমাণ প্রায় ১.৫৭ লক্ষ টাকা।

411
মতিলাল অসওয়াল ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড

Motilal Oswal ELSS Tax Saver Fund-টি থেকে এককালীন বিনিয়োগ করে চলতি বছরে ইনভেস্টররা ৪৭.৮৫ শতাংশের রিটার্ন পেয়েছেন।

511
চলতি বছরের প্রথম দিন কেউ যদি ফান্ডটিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন

বর্তমানে প্রাপ্য রিটার্নের পরিমাণ সেক্ষেত্রে ১.৪৭ লক্ষ টাকা।

611
বন্ধন স্মল ক্যাপ ফান্ড (Bandhan Small Cap Fund)

এই ফান্ডটি থেকে চলতি বছরে ৪৭.০৬% রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা।

711
কেউ যদি এই স্কিমটিতে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন,

তাহলে বর্তমানে ইনভেস্টরদের প্রাপ্য রিটার্নের পরিমাণ ১.৪৭ লক্ষ টাকা।

811
মতিলাল অসওয়াল ফ্লেক্সি ক্যাপ ফান্ড

এককালীন বিনিয়োগে ৪৬.০৪% রিটার্ন মিলেছে। তবে কেউ যদি ১ লক্ষ টাকার এককালীন বিনিয়োগ করে থাকেন এই ফান্ডটিতে, তাহলে ১.৪৬ লক্ষ টাকা পাওয়া যাবে।

911
দুর্দান্ত পারফর্ম করেছে মতিলাল অসওয়াল স্মল ক্যাপ ফান্ড

এই ফান্ডটি থেকে চলতি বছরে ৪৫.৯৮% রিটার্ন পেয়েছেন ইনভেস্টররা।

1011
যদি কেউ এই ফান্ডে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন,

বর্তমানে তাঁর প্রাপ্য রিটার্নের পরিমাণ দাঁড়াবে ১.৪৫ লক্ষ টাকা।

1111
ইনভেসকো ইন্ডিয়া ফোকাসড ফান্ড

চলতি ২০২৪ সালে, ৪৫.৭% রিটার্ন মিলেছে এই ফান্ডটি থেকে। আর এই ফান্ডটিতে বছরের শুরুতে যারা ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, তারা এখন ১.৪৫ লক্ষ টাকা হয়ে পাবেন।

Disclaimer: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ একটি বাঁজারগত ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিন।

Share this Photo Gallery
click me!

Latest Videos