Stock Market: আজ শুক্রবার ভারতের শেয়ার বাজারে পজিটিভ মোডে পথচলা শুরু হতে পারে। বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজার, গিফ্ট নিফটি, ফিয়ার ইনডেক্স বিশ্লেষণ করে সেনসেক্স, নিফটির পয়েন্ট বাড়ার সম্ভাবনা দেখছেন।
ভারত ডায়নামিক্স লিমিটেড- স্টকের দাম ১ হাজার ৯২৪ টাকা। টার্গেট প্রাইস ২ হাজার ৪০ টাকা এবং স্টপ লস ১ হাজার ৮৮০ টাকা।
911
এদিকে বৃহস্পতিবার দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জ সূচকের পতন হয়েছে ০.৮০ শতাংশের আশপাশে। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স কমেছে ০.৭৯ শতাংশ বা ৬৪৪ পয়েন্ট। সেখানে সেনসেক্স আছে ৮০ হাজার ৯৫১ পয়েন্ট।
1011
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি ৫০ কমেছে ০.৮২ শতাংশ বা ২০৩ পয়েন্ট। এখানে নিফটি ৫০ রয়েছে ২৪ হাজার ৬০৯ পয়েন্ট।
1111
বৃহস্পতিবার নিফটি আইটি, নিফটি ব্যাঙ্কের মতো একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্সও রয়েছে নেগেটিভে।