Stock Market: শুক্রবার কেমন থাকবে শেয়ার বাজার, কোন কোন স্টকে নজর রাখবেন? জেনে নিন

Published : May 23, 2025, 09:20 AM IST

Stock Market: আজ শুক্রবার ভারতের শেয়ার বাজারে পজিটিভ মোডে পথচলা শুরু হতে পারে। বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজার, গিফ্ট নিফটি, ফিয়ার ইনডেক্স বিশ্লেষণ করে সেনসেক্স, নিফটির পয়েন্ট বাড়ার সম্ভাবনা দেখছেন।

PREV
111

আজ শুক্রবার ভারতের শেয়ার বাজারে পথচলা শুরু হতে পারে পজিটিভ মোডে। সকাল থেকেই আজ বাড়তে পারে সেনসেক্স, নিউটি-র পয়েন্ট। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।

211

আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি, গিফ্ট নিফটি, ফিয়ার ইনডেক্স-সহ একাধিক ফ্যাক্টর বিশ্লেষণ করে এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। গিফ্ট নিফটি ০.১৪ শতাংশ বা ৩৫.৫ পয়েন্ট বেড়েছ। ইন্ডায়া ভিআইএক্স ১.৬৫ শতাংশ কমে ১৭.২৬-এ নেমেছে।

411

ডালমিয়া ভারত লিমিটেড- স্টকের দাম ২ হাজার ১০৭ টাকা। টার্গেট প্রাইস ২ হাজার ২৫৫ টাকা এবং স্টপ লস ২০ হাজার ৩৩ টাকা।

511

অ্যাস্ট্রা ইন্ডিয়া- স্টকের দাম ১ হাজার ৪৪২ টাকা। টার্গেট প্রাইস ১ হাজার ৫৪৩ টাকা এবং স্টপ লস ১ হাজার ৩৯১ টাকা।

611

শিল্পা মেডিকেয়ার- স্টকের দাম ৭৩৫ টাকা। টার্গেট প্রাইস ৭৮৭ টাকা এবং স্টপ লস ৭০৯ টাকা।

711

ফিনোলেক্স ইন্ডাস্ট্রিজ- স্টকের দাম ১৯৫ টাকা। টার্গেট প্রাইস ২১০ টাকা এবং স্টপ লস ১৮৮ টাকা।

811

ভারত ডায়নামিক্স লিমিটেড- স্টকের দাম ১ হাজার ৯২৪ টাকা। টার্গেট প্রাইস ২ হাজার ৪০ টাকা এবং স্টপ লস ১ হাজার ৮৮০ টাকা।

911

এদিকে বৃহস্পতিবার দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জ সূচকের পতন হয়েছে ০.৮০ শতাংশের আশপাশে। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স কমেছে ০.৭৯ শতাংশ বা ৬৪৪ পয়েন্ট। সেখানে সেনসেক্স আছে ৮০ হাজার ৯৫১ পয়েন্ট।

1011

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি ৫০ কমেছে ০.৮২ শতাংশ বা ২০৩ পয়েন্ট। এখানে নিফটি ৫০ রয়েছে ২৪ হাজার ৬০৯ পয়েন্ট।

1111

বৃহস্পতিবার নিফটি আইটি, নিফটি ব্যাঙ্কের মতো একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্সও রয়েছে নেগেটিভে।

Read more Photos on
click me!

Recommended Stories