Stock Market: ব্যাপক উত্থান-পতন শেয়ার বাজারে, শুক্রবার কোন কোন স্টকের দিকে নজর রাখবেন?

Published : Jul 25, 2025, 10:44 AM ISTUpdated : Jul 25, 2025, 11:52 AM IST
Share Market in Office Time

সংক্ষিপ্ত

Stock Market: কখনও খুব ভালো, তো কখনও আবার খুব খারাপ। শেয়ার বাজারে যেন উত্থান-পতন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। 

Stock Market: শেয়ার বাজারে শুক্রবার খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। সপ্তাহ শেষে সূচক কোন জায়গায় গিয়ে পৌঁছয়, সেদিকেই নজর সবার। কখনও খুব ভালো, তো কখনও আবার খুব খারাপ। শেয়ার বাজারে যেন উত্থান-পতন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে (share market news)।

তাছাড়া বৃহস্পতিবার, খুব একটা ভালো অবস্থা ছিল না বাজারে। সেনসেক্স এবং নিফটি ৫০, দুটি সূচকেরই পতন হয়েছে। তবে সেই খারাপ বাজারেও বেশ কিছু স্টক বেশ ভালো পারফর্ম করেছে। সেগুলির মধ্যে রয়েছে প্রেস্টিজ এস্টেট, থমাস কুক, টাইম টেকনোপ্লাস্ট এবং ভিএ টেক ওয়াবাগ (share market today live)। 

এই শেয়ারগুলির দাম বৃদ্ধি পেয়েছে 

টার্গেট প্রাইস এবং স্টপ লসের নিরিখে শেয়ারগুলি কোথায় দাঁড়িয়ে রয়েছে, সেটাও মাথায় রাখতে হবে। এই কথা ঠিক যে, প্রতিনিয়ত ওঠানামা চলছে শেয়ার বাজারে। সেটার একটা বড় কারণ হল, গোটা বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি। বৃহস্পতিবার, সেনসেক্স ৩৭৫ পয়েন্ট পড়ে গেছে। অর্থাৎ, ০.৪৫% শতাংশ কমে তা পৌঁছায় ৮২ হাজার ২৫৯ পয়েন্টে।

অন্যদিকে, নিফটি ৫০ কমে গিয়ে হয়েছে ১০০ পয়েন্ট বা ০.৪০% শতাংশ। এই পরিস্থিতিতে শুক্রবার, কোন কোন স্টকের দিকে নজর রাখবেন?

প্রেস্টিজ এস্টেট প্রোজেক্টস লিমিটেড 

রিয়েল এস্টেট সেক্টরের এই স্টকটির দাম বৃহস্পতিবার অনেক্বটাই বেড়েছে। এই শেয়ারের দাম ৩.৮৬% বৃদ্ধি পেয়ে হয়েছে ১,৭৮৫ টাকা। এটির টার্গেট প্রাইস ১,৮৬৫ টাকা এবং স্টপ লসের পরিমাণ ১,৭৫০ টাকা।

ভিএ টেক ওয়াবাগ লিমিটেড 

ওয়াটার ট্রিটমেন্টের সঙ্গে জড়িত এই শেয়ারটিও শেষ ট্রেডিং সেশনে বেশ উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছে। ১.৪৫% শতাংশ বেড়ে এই স্টকের দাম হয়েছে ১, ৫০৭ টাকা। শেয়ারটির টার্গেট প্রাইস হল ১,৫৬৫ টাকা এবং স্টপ লস হল ১,৪৭৫ টাকা।

থমাস কুক (ইন্ডিয়া) লিমিটেড 

এই সংস্থাটির শেয়ারের দাম বৃহস্পতিবার, ৭.২২% বৃদ্ধি পেয়ে হয়েছে ১৭৮ টাকা। বাজারের এই পতনের মধ্যেও দর বেড়েছে ট্যুরিজম সেক্টরের অন্তর্গত এই স্টকটির। এটির টার্গেট প্রাইস ১৮৮ টাকা এবং স্টপ লস ১৭১ টাকা।

টাইম টেকনোপ্লাস্ট লিমিটেড

প্লাস্টিক ড্রাম এবং বিভিন্ন রকমের প্লাস্টিক কন্টেনার তৈরি করে থাকে এই সংস্থাটি। শেয়ারের দাম বৃহস্পতিবার, ৪.৯০% বেড়ে হয়েছে ৪৭২ টাকা। গত এক বছরে প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে এই স্টকটি। এটির টার্গেট প্রাইস ৫০০ টাকা এবং স্টপ লস হল ৪৫৫ টাকা।

Disclaimer: বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে নিন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৮২,২৫৯
বৃহস্পতিবার, সেনসেক্স পোঁছয় ৮২,২৫৯ পয়েন্টে।
বৃহস্পতিবার, সেনসেক্স ৩৭৫ পয়েন্ট পড়ে গেছে। অর্থাৎ, ০.৪৫% শতাংশ কমে তা পৌঁছায় ৮২ হাজার ২৫৯ পয়েন্টে।
Read more Articles on
click me!

Recommended Stories

শ্রম আইনের মহাবিপ্লব! শ্রমিক ও সংস্থা উভয়ের হবে লাভ, কী রয়েছে এই নয়া আইনে
আগামী সপ্তাহে কতদিন থাকবে ব্যাঙ্ক বন্ধ! জানুন দেশজুড়ে ব্যাঙ্ক ছুটির তালিকা