প্রায় ৩-৫% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই শেয়ারগুলি। তবে এই ভরা বাজারেও পতন দেখা গেল গোদরেজ, আদানি পোর্টস, ব্রিটানিয়া, এইচডিএফসি লাইফ, আইটিসি, এশিয়ান পেইন্টসের মতো শেয়ারগুলিতে। তবে ব্যাঙ্কিং সেক্টর এবং আইটি সেক্টরের শেয়ারগুলিতে পজিটিভ ইঙ্গিত দেখা গেছে (sensex and nifty)।
910
মার্কেট অ্যানালিস্টদের দাবি
মার্কিন শুল্ক নীতির জন্য গত প্রায় একমাস ধরে লাগাতার নিচের দিকে নেমে গেছিল দেশের শেয়ার বাজার। তবে তারপর ৯০ দিনের জন্য সেই শুল্ক নীতির সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া এবং ভারত-মার্কিন শুল্ক নীতি ঠিক করতে দুই দেশের মধ্যে একটি সদর্থক আলোচনার প্রভাব বেশ ভালোভাবেই বাজারে এসে পড়েছে।
1010
যা আদতে শেয়ারবাজারকে চাঙ্গা করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ
Disclaimer: শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই সর্বদা বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন।