Stock Market Today: খুশিতে ডগমগ বিনিয়োগকারীরা! ১০০০ পয়েন্টের বিশাল লাফ দিল সেনসেক্স?

Published : Apr 21, 2025, 05:01 PM ISTUpdated : Apr 22, 2025, 02:58 AM IST

Stock Market Today: সময় ফিরছে ভারতীয় শেয়ার বাজারের (Indian Share Market)? খারাপ সময় পেরিয়ে অবশেষে লাভের মুখ দেখতে পাচ্ছে দেশের শেয়ার বাজার।

PREV
110
বাজার খুলতেই সোমবার, একধাক্কায় ১০০০ পয়েন্টের বিরাট লাফ সেনসেক্সের (Sensex)

আর সেইসঙ্গে, পাল্লা দিয়ে বেড়েছে নিফটিও (Nifty)।

210
প্রায় ২৪ হাজারের গণ্ডি পেরিয়ে গেছে নিফটির গ্রাফ

রিপোর্ট জানাচ্ছে, শেয়ার বাজারের প্রায় সবকটি সেক্টরেই বিনয়োগ অনেকটাই বৃদ্ধি পেয়েছে এদিন (share market live)। 

310
এই অবস্থায় বিশেষজ্ঞদের আশা,

বাজারের সেই রক্তাক্ত অবস্থা হয়ত কিছুটা কাটছে এবং এবার ভালো সময় আসতে চলেছে।

410
এদিনের রিপোর্ট অনুযায়ী, দালাল স্ট্রিট খোলার পর থেকেই সবুজ সঙ্কেত দেখা যায় বাজারে

ঠিক দুপুরবেলায় ১০৫৭.৮৩ পয়েন্ট বেড়ে যায় সেনসেক্স। 

510
এদিকে বোম্বে স্টক এক্সচেঞ্জের গ্রাফ ১ শতাংশের বেশি বেড়ে পৌঁছে যায় ৭৯,৬১১.০৩ পয়েন্টে

অন্যদিকে, ৩৩০.০০ পয়েন্ট বাড়িয়ে নেয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটির সূচকও (share market news today)।

610
যার ফলে, এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে নিফটি পৌঁছে যায় ২৪,১৮১.৬৫-তে

আপাতত নিফটি এবং সেনসেক্সের সূচকে খুব বেশি পরিবর্তন দেখা যায়নি (stock market news today)। 

710
৭৯,৪০০ থেকে ৭৯,৬০০ পয়েন্টের মধ্যেই ছিল সেনসেক্স

কোন শেয়ারগুলিতে বৃদ্ধি লক্ষ্য করা গেল?

810
টেক মহিন্দ্রা, ট্রেন্ট লিমিটেড, গেইল ইন্ডিয়া লিমিটেড, লোধা, হিরো মোটরস, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন

প্রায় ৩-৫% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই শেয়ারগুলি। তবে এই ভরা বাজারেও পতন দেখা গেল গোদরেজ, আদানি পোর্টস, ব্রিটানিয়া, এইচডিএফসি লাইফ, আইটিসি, এশিয়ান পেইন্টসের মতো শেয়ারগুলিতে। তবে ব্যাঙ্কিং সেক্টর এবং আইটি সেক্টরের শেয়ারগুলিতে পজিটিভ ইঙ্গিত দেখা গেছে (sensex and nifty)।

910
মার্কেট অ্যানালিস্টদের দাবি

মার্কিন শুল্ক নীতির জন্য গত প্রায় একমাস ধরে লাগাতার নিচের দিকে নেমে গেছিল দেশের শেয়ার বাজার। তবে তারপর ৯০ দিনের জন্য সেই শুল্ক নীতির সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া এবং ভারত-মার্কিন শুল্ক নীতি ঠিক করতে দুই দেশের মধ্যে একটি সদর্থক আলোচনার প্রভাব বেশ ভালোভাবেই বাজারে এসে পড়েছে। 

1010
যা আদতে শেয়ারবাজারকে চাঙ্গা করছে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ

Disclaimer: শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিসাপেক্ষ বিষয়। তাই সর্বদা বিনিয়োগ করার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories