Stock Market: সোমবারে শেয়ার বাজার ছুটবে রকেট গতিতে! সপ্তাহের শুরুতে এই স্টকগুলিতে রাখতে পারেন নজর

Published : Jun 09, 2025, 09:34 AM IST

সপ্তাহান্তের পর শেয়ার বাজারে ট্রেডিং শুরু হচ্ছে আজ সোমবার। গত সপ্তাহে বাজারের নিন্মমুখী প্রবণতা এবং শেষ দুই দিনের উত্থানের পর, বিশেষজ্ঞরা আজ পজ়িটিভ স্টার্টের আশা করছেন। 

PREV
111

শনিবার ও রবিবার পরপর দুদিন বাজার বন্ধ থাকার পর সোমবার আবার ট্রেডিং শুরু হবে শেয়ার মার্কেটে। গত সপ্তাহে সোম থেকে বুধ পর্যন্ত বাজার নিন্মমুখী থাকার পর বৃহস্পতিবার ও শুক্রবার লাফিয়ে ওঠে। 

211

শুক্রবার শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স ০.৯১ শতাংশ বা ৭৪৬ পয়েন্ট বেড়ে ৮২ হাজারের গণ্ডি পার করেছে। 

411

দেশের অপর প্রধান স্টক এক্সচেঞ্জ সূচক নিফটি৫০ বেড়েছে ১.০২ শতাংশ বা ২৫২ পয়েন্ট। এর জেরে ২৫ হাজারের গণ্ডি পেরিয়েছে নিফটি৫০। 

511

এছাড়া রেপো রেট হ্রাসের ঘোষণা বাজারকে পতনের মুখ থেকে টেনে তুলতে বিরাট সাহায্য করেছে। গিফ্ট নিফটি থেকে সে রকমই ইঙ্গিত মিলেছে। 

611

ভারত ছাড়া এদিনে এশিয়ার বাজারগুলিরও বৃদ্ধি হয়েছে সোমবার। এমন পরিস্থিতিতে লগ্নির জন্য বেশ কয়েকটি স্টকের কথা উল্লেখ করেছেন বাজার বিশেষজ্ঞরা।

711

১) জেপি পাওয়ার: এই সংস্থার স্টকের দাম ১৬.২ টাকা। এর টার্গেট প্রাইস ২০ টাকা এবং স্টপ লস ১৫.৫ টাকা। থার্মাল, হাইড্রো পাওয়ারের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন ব্যবসাতেও উপস্থিতি রয়েছে এই সংস্থার।

811

২) সিইএসই লিমিটেড: এখন এই স্টকের দাম ১৬৮ টাকা। এর টার্গেট প্রাইস ১৮৩ টাকা এবং স্টপ লস ১৬০ টাকা। পশ্চিমবঙ্গের এই বিদ্যুৎ বন্টন সংস্থার স্টক নিয়েও আশাবাদী মার্কেট এক্সপার্টরা।

911

৩) বাজাজ ফিনসার্ভ লিমিটেড: এই স্টকের দাম এখন ১ হাজার ৯৯২ টাকা। এর টার্গেট প্রাইস ২ হাজার ১০০ টাকা এবং স্টপ লস ১ হাজার ৯৫০ টাকা। সম্প্রতি ডিভিডেন্ডের ঘোষণা করেছে ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার এই সংস্থা।

1011

৪) ইনফোসিস লিমিটেড: এখন এই স্টকের দাম ১ হাজার ৫৬৮ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৬৬০ টাকা এবং স্টপ লস ১ হাজার ৫১৫ টাকা। তথ্যপ্রযুক্তি সেক্টরের এই স্টকের দিকে অবশ্যই নজর রাখতে পারেন।

1111

৫) আইসিআইসিআই ব্যাঙ্ক: এখন এই স্টকের দাম ১ হাজার ৪৬০ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৫৭৫ টাকা এবং স্টপ লস ১ হাজার ৪০০ টাকা। রেপো রেট কমার পর দেশের এই বেসরকারি ব্যাঙ্কের স্টকেও বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।

দ্রষ্টব্য: তবে বিনিয়োগের জন্য এশিয়ানেট নিউজ বাংলা কোনও পরামর্শ দেয় না। এই প্রতিবেদন কেবল তথ্য সম্প্রচারের জন্য লেখা। বাজারে বিনিয়োগের আগে বাজার বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন

Read more Photos on
click me!

Recommended Stories