Budget 2025-এ মধ্যবিত্তদের জন্য বড় ঘোষণা, ১২ লক্ষ টাকা পর্যন্ত দিতে হবে না আয়কর

Saborni Mitra   | ANI
Published : Feb 01, 2025, 12:29 PM ISTUpdated : Feb 01, 2025, 02:19 PM IST
Here is what  special about Nirmala Sitharaman  saree in 2025 budget day bsm

সংক্ষিপ্ত

অর্থমন্ত্রী নির্মলা সীতারান আয়কর নিয়ে বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর লাগবে না।

অর্থমন্ত্রী নির্মলা সীতারান আয়কর নিয়ে বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও আয়কর লাগবে না। তৃতীয় মেয়াদে মোদী সরকারের থেকে এটাই মধ্যবিত্তদের জন্য সবথেকে বড় ছাড়। আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ থেকে ৭৫ হাজার টাকা করা হল। বছরে ২৪ লক্ষ টাকা বেশি আয়ে দিতে হবে ৩০ শতাংশ কর। আর বছরে ১২ লক্ষ টাকা আয়ে ৮০ হাজার টাকা সাশ্রয় হবে। ঘোষণা করেছেন নির্মলা সীতারামন।

নির্মলা সীতারামন জানিয়েছেন আগামী সপ্তাহেই নতুন আয়কর বিল নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার। প্রবীণদের জন্য বড় ঘোষণা করা হয়েছে বাজেটে। বলা হয়েছে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় পবেন তাঁরা। টিডিএস ২ লক্ষ ৪০ হাজার টাকা থেকে বেড়ে ৬ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। নতুন বিলে আয়কর আরও সরল করা হবে বলেও আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে না কোনও কর। ৮ লক্ষ টাকা পর্যন্ত আয়ে দিতে হবে ৫%, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১০% ১৬ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ১৫%, ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২০% ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ২৫% , ২৪ লক্ষ টাকার ওরর আয়ে ৩০% কর দিতে হবে।

 

সবিস্তারে আসছে...

PREV
click me!

Recommended Stories

Gold Price Today: মঙ্গলবার আরও কিছুটা বাড়ল সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে জেনে নিন?
Stock Market Holidays: শেয়ার বাজারে বিশেষ ছুটির তালিকা! জানুয়ারিতে কোন কোন দিন বন্ধ লেনদেন