ফের ভালো খবর সরকারি কর্মচারিদের জন্য ভোটের মাঝেই দারুণ সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচন শুরুর কিছুদিন আগেই গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ফের ভালো খবর সরকারি কর্মচারিদের জন্য ভোটের মাঝেই দারুণ সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। উল্লেখ্য, ২০২৪ লোকসভা নির্বাচন শুরুর কিছুদিন আগেই গত ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় বাজেট পেশ করে ৪% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার।
এদিকে, ডিএ বৃদ্ধির পর আরও এক সুখবর। নিয়ম অনুযায়ী, প্রতি বছর জুলাই মাসে ইনক্রিমেন্ট হয় সরকারি কর্মীদের। বেসিক পের উপর ৩% বেতন বাড়ে। ফলে এই মাসের পাশাপাশি আগামী মাসেও ফের কিছুটা বেতন বাড়বে রাজ্য সরকারি কর্মীদের।
এবার জানা গেল আরেকটা খবর। কেন্দ্রীয় সরকার তার কর্মীদের গ্র্যাচুইটির সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ২৫ শতাংশ অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। আগে গ্র্যাচুইটির সীমা ছিল ২০ লক্ষ টাকা। এবার থেকে এক ধাক্কায় তা বেড়ে হল ২৫ লক্ষ টাকা। ১ জানুয়ারি ২০২৪ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
কী এই গ্র্যাচুইটি?
যখন একজন কর্মচারী কোনও সংস্থায় দীর্ঘদিন ধরে কাজ করেন, তখন তিনি বেতন, পেনশন এবং পিএফ এসবের পাশাপাশি গ্র্যাচুইটিও পান। আসলে গ্র্যাচুইটি হল সরকারি কর্মচারীকে দেওয়া কোম্পানির পুরস্কার। নিয়ম অনুসারে বর্তমানে একজন কর্মী কোনও সংস্থায় ৫ বছর কাজ করলে তিনি গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী হন।
এপ্রিল মাসে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সরকারি কর্মীদের ডিএ মূল বেতনের ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমা ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যদিও গত ৭ মে আবার একটি বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র জানায়, গ্র্যাচুইটির সীমা বৃদ্ধির সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করে ইপিএফও জনিয়ে দেয়, আপাতত গ্র্যাচুইটির সীমা বৃদ্ধির যে সিদ্ধান্ত তা স্থগিত রাখা হচ্ছে। এর পেছনে কোনো কারণ উল্লেখ করেনি সরকার।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।