এবার সহজেই পাওয়া যাবে EPFO। ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী, কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড (সিবিটি) এর বৈঠকের সময় সিবিটি ইপিএফ স্কিম, ১৯৫২ এর অনুচ্ছেদ ৬০ (২) (বি) এ একটি গুরুত্বপূর্ণ সংশোধনকে অনুমোদন করেছে।
27
জানা গিয়েছে আগে যখন ইপিএফও থেকে টাকা তোলা হত তখন উত্তলনের আগের মাস পর্যন্ত সুদ পাওয়া যেত। কিন্তু এখন টাকা পাওয়ার আগের দিন পর্যন্ত সুদ পাওয়া যাবে।
37
জানা গিয়েছে এরপর থেকে নিষ্পত্তির তারিখ পর্যন্ত সদস্যকে সুদের পরিমাণ দেয়া হবে। এর ফলে সদস্যদের জন্য আর্থিক লাভ হবে এবং অভিযোগ কমবে।