EPFO থেকে টাকা তোলার নিয়ম একদম সহজ করে দিল কেন্দ্র! কোনও অপেক্ষা ছাড়াই মুহূর্তের মধ্যে তুলতে পারবেন জমানো পুঁজি?

Published : Jun 10, 2025, 10:48 AM ISTUpdated : Jun 10, 2025, 10:49 AM IST

EPFO Money Withdraw: ইপিএফও থেকে টাকা উত্তোলনের নিয়মে বড় পরিবর্তন, এখন মিনিটের মধ্যে হাতে চলে আসবে টাকা?

PREV
17

এবার সহজেই পাওয়া যাবে EPFO। ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী, কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড (সিবিটি) এর বৈঠকের সময় সিবিটি ইপিএফ স্কিম, ১৯৫২ এর অনুচ্ছেদ ৬০ (২) (বি) এ একটি গুরুত্বপূর্ণ সংশোধনকে অনুমোদন করেছে।

27

জানা গিয়েছে আগে যখন ইপিএফও থেকে টাকা তোলা হত তখন উত্তলনের আগের মাস পর্যন্ত সুদ পাওয়া যেত। কিন্তু এখন টাকা পাওয়ার আগের দিন পর্যন্ত সুদ পাওয়া যাবে।

37

জানা গিয়েছে এরপর থেকে নিষ্পত্তির তারিখ পর্যন্ত সদস্যকে সুদের পরিমাণ দেয়া হবে। এর ফলে সদস্যদের জন্য আর্থিক লাভ হবে এবং অভিযোগ কমবে।

47

এ ছাড়াও এবার EPFO ক্লেইম করার পরে বেশিদিন অপেক্ষা করতে হবে না। অল্প দিনের মধ্যেই টাকা হাতে পাওয়া যাবে।

57

আগে মোটামুটি দিন ১৫ সময় লাগতো এই টাকা পেতে। কিন্তু এখন খুবই তাড়াতাড়ি সেটেলমেন্ট হবে।

67

তবে এখনও এই বিষয়ে কোনও লিকিথ নোটিশ দেওয়া হয়নি। যতক্ষণ না সরকারের তরফে থেকে নোটিশ দেওয়া হচ্ছে একই নিয়মে পাওয়া যাবে পিএফ-এর টাকা।

77

এ ছাড়়াও খুব তাড়াতাড়ি নাকি EPFO-থেকে টাকা ক্লেইম করা আরও সহজ করে দেবে সরকার বলে জানা গিয়েছে।

Read more Photos on
click me!

Recommended Stories