শিশুদের ভবিষ্যতের জন্য দারুণ স্কিম আনল কেন্দ্র! বাজেটে বিশেষ ঘোষণা অর্থমন্ত্রীর

শিশুদের ভবিষ্যতের জন্য দারুণ স্কিম আনল কেন্দ্র! বাজেটে বিশেষ ঘোষণা অর্থমন্ত্রীর

মঙ্গলবার সংসদে পেশ হল মোদী ৩.০-এর প্রথম বাজেট। এদিন কৃষক, মহিলা ও যুবক ও দরিদ্রদের দিকে বিশেষ নজর দেওয়ার কথা বলেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এবারের বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম হল এনপিএস স্কিমের অধীনে শিশুদের জন্য নতুন স্কিম চালু করা। এই নতুন স্কিমের নাম হল এনপিএস বাৎসল্য।

Latest Videos

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করতে গিয়ে বলেন, " পেনশন স্কিমে অর্থ জমা রাখতে পারেন। শিশুটি প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে অর্থাৎ ১৮ বছর বয়সে সাধারণ এনপিএস অ্যাকাউন্টে রূপান্তরিত হবে। এই স্কিমের মাধ্যমে বাবা-মা তাঁর সন্তানের জন্য টাকা জমা রাখতে পারবেন। আর্থিক বিশেষজ্ঞদের মতে, এনপিএস স্কিমের মাধ্যমে প্রাপ্তবয়স্করা তাদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে পারবেন ও শিশুদের জন্যেও নিরাপত্তা তৈরি করে রাখতে পারবেন।

তবে কী এই এনপিএস?

এনপিএস কথার অর্থ হল ন্যাশনাল পেনশন সিস্টেম। মানুষের অবসরের পরে তাদের চাহিদার কথা মাথায় রেখে এই স্কিম তৈরি করা হয়েছিল।

কারা এই এনপিএস-এর সুবিধা পেতে পারেন? ১৮ থেকে ৭০ বছরের ভারতীয় নাগরিকরা এনপিএসের সুবিধা নিতে পারবেন। এই ব্যবস্থায় পুরান কর ব্যবস্থার উপরে ছাড় রয়েছে।

কীভাবে খোলা যাবে এনপিএস অ্যাকাউন্ট? এই অ্যাকাউন্ট খুলতে প্রথমে ইএনপিএসের ওয়েবসাইটে যেতে হবে। https:/enps.nsdl.com/eNPS/National pensionsystem.html.-এ আবেদন করতে হবে।

আবেদনকারীর আধার, প্যান , মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে খোলা যাবে এই অ্যাকাউন্ট।

 

                      আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?