PM Kisan Yoyona: এই পাঁচ ভুলেই অ্যাকাউন্টে ঢুকবে না কিষাণ যোজনার টাকা, জানুন এক ক্লিকে

Published : Jun 09, 2025, 06:04 PM IST

PM Kisan Yoyona : দেশজুড়ে কোটি কোটি কৃষক পিএম কিষাণের ২০তম কিস্তির অধীর আগ্রহে অপেক্ষা করছেন। জুনের শেষে টাকা আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু এবার অনেক কৃষক আছেন যাদের অ্যাকাউন্টে ২০০০ টাকার এই সাহায্য আসবে না। আসুন জেনে নিই কেন?

PREV
15
ই-কেওয়াইসি না করলে টাকা পাবেন না

সরকার স্পষ্ট করে জানিয়েছে যে, যারা এখনও ই-কেওয়াইসি সম্পন্ন করেননি, তারা এই কিস্তির টাকা পাবেন না। পিএম কিষাণ পোর্টালে ওটিপি বা বায়োমেট্রিকের মাধ্যমে ই-কেওয়াইসি বাধ্যতামূলক।

25
জমির যাচাইকরণ বাধ্যতামূলক

আপনার জমি-চাষ সংক্রান্ত নথিপত্রের যাচাইকরণ না হলে, পিএম কিষাণের সুবিধাভোগী তালিকা থেকে আপনার নাম বাদ পড়তে পারে। প্রতিটি রাজ্য সরকার জমির নথিপত্র যাচাই করছে।

35
ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক না থাকলে?

আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনার আধার নম্বরের সাথে লিঙ্ক না থাকে তবেও প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ২০তম কিস্তি আটকে যেতে পারে। এর আগেও এই কারণে অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা আসেনি। তাই দ্রুত আধারকে ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে নিন।

45
ভুল তথ্য দিলে টাকা পাবেন না

যে সকল কৃষক পিএম কিষাণের জন্য আবেদন করার সময় ভুল নথি, জাল আধার বা ভুয়া জমি সংক্রান্ত তথ্য দিয়েছেন, তাদের সুবিধা সরাসরি বন্ধ করে দেওয়া হবে। সরকার এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা শুরু করেছে।

55
যোগ্য না হলে

পিএম কিষাণ প্রকল্পের আওতায় যারা যোগ্য তাদেরই কিস্তি দেওয়া হয়। যারা অযোগ্য বা ভুলভাবে এই প্রকল্পে যুক্ত হয়েছেন, তাদের আবেদন বাতিল করা হবে। তাই যদি আপনি ভুলভাবে যুক্ত হয়ে থাকেন, তাহলে আগেই নিজের নাম প্রত্যাহার করে নিন। নাহলে পরে সমস্যা হতে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories