তেমনই এবার থেকে ইয়েস ব্যাঙ্কের মধ্যে আরটিজিএস, এনইএফটি এবং তহবিল স্থানান্তর সম্পূর্ণ বিনামূল্যে হবে। IMPS-র ক্ষেত্রে মাসের প্রথম ৫টি লেনদেন বিনামূল্যে, তারপরে পরিমাণের ওপর নির্ভর করে ২.৫ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত চার্জ করা হবে। তেমনই চেকবইয়ের ক্ষেত্রে ১০০ পৃষ্ঠা পর্যন্ত বিনামূল্যে, তারপর প্রতি পৃষ্ঠায় ২ টাকা। তেমনই ইয়েস ব্যাঙ্কের শাখাগুলোতে ডিমান্ড ড্রাফট বিনামূল্যে। এমনই একাধিক পরিবর্তন আসছে ইয়েস ব্যাঙ্ক।