শিশুরা প্রতি মাসে পাবে ২৪ হাজার করে, বাচ্চার জন্মের পর বিনিয়োগ করুন এই সরকারি খাতে

Published : Aug 08, 2025, 09:21 AM IST

শিশুর ভবিষ্যতের জন্য আর্থিক পরিকল্পনা করুন। পিপিএফ অ্যাকাউন্টে বিনিয়োগ করে মাসে ২৪ হাজার টাকা আয়ের সুযোগ। জেনে নিন কিভাবে।

PREV
15

শিশুর বয়স যখন হবে ১৮ বা ২০ তখন উচ্চশিক্ষার খরচ কীভাবে জোগান দেবেন তা নিয়ে চিন্তায় থাকে অনেকেই। কিংবা অন্য কোনও খাতেই বডড হলে মাসে মোটা টাকা ব্যয় হতে পারে। এবার সময় থাকতে উদ্যোগী হন। আজ রইল বিশেষ স্কিমের কথা। যাতে বিনিয়োগ করলে আপনার বাচ্চা মাসে পাবে ২৪ হাজার করে।

25

অভিভাবকের বাচ্চার জন্মের সময় বা জন্মের এক বা ২ বছর পর সন্তানের নামে একটি পিপিএফ (পাবলিক প্রভিডন্ট ফান্ড) অ্যাকাউন্ট খুলতে পারেন। নিয়ম অনুসারে নাবালক শিশুদের নামে এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। যা তারা ১৮ বছর বয়সে পরিচালনা করার অধিকার পাবে।

35

এই স্কিমে টাকা জমানোর পর মাসে মাসে মিলবে ২৪ হাজার টাকা। নিয়ম অনুসারে, ১৫ বছর যদি আপনি টাকা জমান। তাহলে বার্ষিক ৭.১ শতাংশ সুদ পাবেন। এভাবে ১৫ বছর পর মাসে ২৪ হাজার টাকা করে পাবে আপনার বাচ্চা।

45

হিসেব বলছে প্রতি বছর আপনি যদি সর্বোচ্চ দেড় লক্ষ টাকা জমা করেন তাহলে ১৫ বছরে তা ২২,৫০,০০০ টাকা জমা হবে। এতে ১৫ বছর পর মোট তহবিল ৪০,৬৮,২০৯ টাকা হবে। তার ওপর সুদ দিয়ে পাবেন ২,৮৮, ৮৪৩ টাকা। এই টাকা ১২ মাসে ভাহ করলে প্রতি মাসে মিলবে ২৪ হাজার করে।

55

এখন প্রশ্ন হল এই অ্যাকাউন্ট খুলবে কী কী নথি প্রয়োজন? আধার কার্ড, ঠিকানার প্রমাণ, মনোনীত ব্যক্তির ঘোষণার ফর্ম, পাসপোর্ট সাইজ ছবি। এই কয়টি নথি থাকলে আপনি আপনার বাচ্চার নামে পিপিএফ (পাবলিক প্রভিডন্ট ফান্ড) -এ টাকা রাখতে পারেন।

Read more Photos on
click me!

Recommended Stories