- Home
- Business News
- Other Business
- প্রতি মাসে মাত্র ৫০০০ টাকা, সোনা নাকি SIP? কোথায় বিনিয়োগ করলে মিলবে বেশি রিটার্ন
প্রতি মাসে মাত্র ৫০০০ টাকা, সোনা নাকি SIP? কোথায় বিনিয়োগ করলে মিলবে বেশি রিটার্ন
একটু বুদ্ধি করে আর সঠিক জায়গায় যদি বিনিয়োগ করা যায়, তাহলে ভবিষ্যৎ বদলে যায়! তবে প্রশ্ন হচ্ছে, কোথায় বিনিয়োগ (Investment) করবেন? সোনা নাকি SIP? প্রতি মাসে মাত্র ৫০০০ টাকা হিসেবে ১৫ বছর পর সোনা নাকি মিউচুয়াল ফান্ডে বেশি রিটার্ন মিলবে? দেখুন হিসাব

সোনা নাকি SIP?
অল্প অল্প করে টাকা জমিয়েই ভবিষ্যতে মোটা অংকের ফান্ড গড়ে তোলা যায়। তবে প্রশ্ন হচ্ছে, কোথায় বিনিয়োগ (Investment) করবেন? সোনা নাকি SIP? আজ আমরা জেনে নেব, মাসে মাত্র ৫০০০ টাকা করে ১৫ বছর যদি ধরে যদি বিনিয়োগ করেন, তাহলে সোনা নাকি SIP, কোনটি আপনাকে সবথেকে বেশি পরিমাণ রিটার্ন দেবে!
সোনা নাকি SIP? পার্থক্য কোথায়
আজকাল ভবিষ্যতের কথা মাথায় রেখে সবাই সঞ্চয় করতে চায়। তবে বাজারে বিনিয়োগের হাজার হাজার অপশন রয়েছে। আর সেখানে দাঁড়িয়েই অনেকে বিভ্রান্ত হয় যে, কোনটা বেছে নেবেন। সোনা কিংবা মিউচুয়াল ফান্ড, দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে দুটিই বেশ জনপ্রিয়। তবে এদের মধ্যে পার্থক্য রয়েছে ঝুঁকি আর রিটার্নের দিক থেকে।
SIP-তে বিনিয়োগ
ধরুন, আপনি প্রতি মাসে ৫০০০ টাকা করে SIP-তে বিনিয়োগ করছেন। সেক্ষেত্রে আপনি যদি ১৫ বছর ধরে বিনিয়োগ করেন, তাহলে আপনার মোট বিনিয়োগ করাবে ৯ লক্ষ টাকা। এবার SIP-তে মোটামুটি ১২% হারে বাষিক রিটার্ন মেলেই। এর বেশিও মিলতে পারে। ১২% হিসেবেও যদি আমরা ধরি, তাহলে আপনার সম্ভাব্য রিটার্ন আসবে ১৬,২২,৮৭৯ টাকা। অর্থাৎ, আপনার মোট অ্যামাউন্ট দাঁড়াবে ২৫,২২,৮৭৯ টাকা।
সোনায় বিনিয়োগ
এবার যদি আপনি প্রতি মাসে ৫০০০ টাকা করে সোনায় বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আপনার ১৫ বছরে মোট বিনিয়োগ দাঁড়াবে 9 লক্ষ টাকা। এবার সোনায় মোটামুটি ১০% বার্ষিক রিটার্ন মেলে। সেই হিসেবে আপনার সম্ভাব্য রিটার্ন হবে ১১,৮৯,৬২১ টাকা। ফলে আপনার মোট অ্যামাউন্ট দাঁড়াবে ২০,৮৯,৬২১ টাকা।
বিনিয়োগের বিকল্প
তবে সোনার দামে ওঠানামা থাকলেও সবাই এটিকে নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে ভেবে থাকে। বিশেষ করে অনিশ্চয়তার সময় সোনার দিকেই মানুষ পা বাড়ায়। তাই যারা ঝুঁকি নিতে চান না, তাদের জন্য সোনা হতে পারে একমাত্র বেটার অপশন।

