তামাকজাত পণ্যের উপর বাড়তি শুল্ক, আইটিসি, গডফ্রে ফিলিপসের শেয়ারের দরে পতন

Published : Jan 01, 2026, 08:23 PM IST
Stock market

সংক্ষিপ্ত

Share Market: ইংরাজি নতুন বছরের শুরুতেই শেয়ার বাজারে ধস। কেন্দ্রীয় সরকার তামাকজাত পণ্যের (Tobacco Products) উপর অতিরিক্ত শুল্ক জারি করছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই সংশ্লিষ্ট সংস্থাগুলির শেয়ারের দর কমে গিয়েছে।

DID YOU KNOW ?
সিগারটের দাম বাড়ছে
অর্থমন্ত্রক যে পরিমাণে শুল্ক চাপাচ্ছে, তাতে সিগারেটের দাম সাধারণ মানুষের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।

Cigarette Excise Duty Hike: নতুন ইংরাজি বছরের শুরুতেই ক্ষতির মুখে পড়ল সিগারেট প্রস্তুতকারী সংস্থাগুলি। বিশেষ করে আইটিসি (ITC) ও গডফ্রে ফিলিপস ইন্ডিয়া (Godfrey Phillips India) সংস্থার শেয়ারের দর অনেকটা কমে গিয়েছে। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে সিগারেটের উপর নতুন করে শুল্ক চাপানো হচ্ছে। অর্থমন্ত্রকের (Ministry of Finance) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে যে ৪০ শতাংশ পণ্য ও পরিষেবা কর (Goods and Services Tax) রয়েছে, তা ছাড়াও সিগারেট প্রস্তুতকারী সংস্থাগুলিকে প্রতি ১,০০০ সিগারেটের জন্য ২,০৫০ থেকে ৮,৫০০ টাকা করে আবগারি শুল্ক দিতে হবে। সিগারেটের আকারের উপর শুল্ক নির্ভর করবে। ফলে সিগারেট প্রস্তুতকারী সংস্থাগুলি প্রবল সমস্যায় পড়তে চলেছে। তারা শুল্কের বোঝা সামাল দিতে দাম বাড়াতে বাধ্য হবে। কিন্তু সিগারেটের দাম অত্যধিক হয়ে গেলে বিক্রি ধাক্কা খেতে পারে। সবার পক্ষে অনেক টাকা দিয়ে সিগারেট কেনা সম্ভব হবে না। এই সব সম্ভাবনার কারণেই সিগারেট প্রস্তুতকারী সংস্থাগুলির শেয়ারের দর কমে গেল।

বড় ধাক্কা খেল আইটিসি

ভারতের সবচেয়ে বড় সিগারেট প্রস্তুতকারী সংস্থা আইটিসি-র শেয়ারের দর সবচেয়ে কমে গিয়েছে। গত ৫২ সপ্তাহের মধ্যে আইটিসি-র শেয়ারের দর সবচেয়ে কম। বৃহস্পতিবার বম্বে স্টক এক্সচেঞ্জে (Bombay Stock Exchange) আইটিসি-র শেয়ারের দর ৬ শতাংশ কমে হয় ৩৭৯ টাকা। বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই এই সংস্থার শেয়ার ছেড়ে দিচ্ছেন। বৃহস্পতিবার প্রায় ৪.০৩ কোটি শেয়ারের হাতবদল হয়েছে বলে জানা গিয়েছে। প্রতি শেয়ার ৪০০ টাকা করে বিক্রি হয়েছে। ফলে প্রায় ১,৬০০ কোটি টাকার লেনদেন হয়েছে। গত এক বছরে আইটিসি-র শেয়ারের ১৭ শতাংশ ক্ষতি হয়েছে।

গডফ্রে ফিলিপস সংস্থারও ক্ষতি

বৃহস্পতিবার গডফ্রে ফিলিপস সংস্থার শেয়ারের দর ১০ শতাংশ কমে গিয়ে ২,৪৮৩.১৫ টাকায় দাঁড়ায়। এই সংস্থার শেয়ারে গত এক বছরে প্রায় ৪৯ শতাংশ লাভ হয়েছে। কিন্তু এবার বিপুল ক্ষতি হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৪০
সিগারেট-সহ তামাকজাত পণ্যগুলির উপর ৪০ শতাংশ জিএসটি।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সিগারেট-সহ তামাকজাত পণ্যগুলির উপর ৪০ শতাংশ জিএসটি এবং অতিরিক্ত শুল্ক চাপানো হচ্ছে।
Read more Articles on
click me!

Recommended Stories

নতুন বছরেও কাঁধে ঋণের বোঝা? দ্রুত লোন-ইএমআই শোধ করার রইল সহজ কিছু টিপস
১ জানুয়ারি: সকালে এই ৫টি কাজ না করলে, ২০২৬ আপনাকে নিঃস্ব করে দেবে!