এখানে পেমেন্ট করলেই দিতে হবে ট্যাক্স! এবার আর সহজে করা যাবে না এইসব লেনদেন, এল নতুন নিয়ম

বেসরকারি ক্ষেত্রের অন্যতম শীর্ষ ব্যাঙ্ক আইসিআইসিআই তাদের সমস্ত রিটেল ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য ফিচার, চার্জ এবং রিওয়ার্ড স্ট্রাকচারে বড়সড় পরিবর্তনের ঘোষণা করেছে। এই পরিবর্তনগুলি ধাপে ধাপে কার্যকর হবে। ব্যাঙ্ক জানিয়েছে, অধিকাংশ নিয়ম ১৫ জানুয়ারি ২০২৬ থেকে চালু হবে, আর কিছু রিওয়ার্ড ক্যাপ ও সুবিধা কমানোর নিয়ম কার্যকর হবে ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ কার্ডধারকদের অনুরোধ করেছে নতুন নিয়ম ভালোভাবে পড়ে বুঝতে, কারণ এগুলোর সরাসরি প্রভাব পড়বে গ্রাহকদের খরচের অভ্যাসের ওপর।

অনলাইন গেমিংয়ে বাড়তি ২% চার্জ

এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়বে অনলাইন গেমিং লেনদেনে। Business Today-এর রিপোর্ট অনুযায়ী, Dream11, Rummy Culture, Junglee Games, MPL–এর মতো প্ল্যাটফর্মে টাকা ডিপোজিট বা লেনদেন করলে এখন থেকে অতিরিক্ত ২ শতাংশ চার্জ কাটা হবে।

এছাড়া ভবিষ্যতে গেমিং সংক্রান্ত নতুন মার্চেন্ট ক্যাটাগরি কোড (MCC) যুক্ত হলে সেখানেও এই চার্জ প্রযোজ্য হতে পারে।

এন্টারটেনমেন্ট অফারে কড়াকড়ি

BookMyShow-এর জনপ্রিয় Buy-One-Get-One (BOGO) অফার আর আগের মতো সহজে পাওয়া যাবে না। এই সুবিধা পেতে হলে আগের ক্যালেন্ডার কোয়ার্টারে অন্তত ২৫,০০০ টাকা খরচ করতে হবে।

এদিকে, Instant Platinum কার্ডে এই অফারটি ফেব্রুয়ারি ২০২৬ থেকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।

প্রিমিয়াম কার্ডে বাড়তি খরচ

Emeralde সিরিজের কার্ডগুলিতে (Metal, Private ও PVC) Dynamic Currency Conversion (DCC) চার্জ বাড়িয়ে ২% করা হয়েছে।

Emeralde Metal-এর নতুন অ্যাড-অন কার্ড নিতে গেলে এককালীন ৩,৫০০ টাকা ফি দিতে হবে।

এ ছাড়া বিভিন্ন কার্ডে DCC মার্কআপও বদলানো হয়েছে—

MakeMyTrip Travel: ০.৯৯%

Times Black: ১.৪৯%

Amazon Pay ICICI: ১.৯৯%

অন্যান্য অধিকাংশ কার্ডে: ৩.৫% পর্যন্ত

গ্রাহকদের জন্য পরামর্শ

নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে কার্ডধারকদের উচিত নিজেদের খরচের ধরন পর্যালোচনা করা। বিশেষ করে অনলাইন গেমিং, বিদেশি লেনদেন ও এন্টারটেনমেন্ট খরচের ক্ষেত্রে সচেতন হওয়া দরকার, নাহলে অজান্তেই বাড়তি চার্জ গুনতে হতে পারে।