BUDGET 2025: কেন্দ্রীয় বাজেটে কি মিউচুয়াল ফান্ডে বড়সড় ছাড়? বিনিয়োগকারীদের মুখে হাসি!

Published : Jan 31, 2025, 02:31 PM IST

আর মাত্র কয়েক ঘণ্টা মাত্র বাকি। তারপরেই কেন্দ্রীয় বাজেট (Union Budget 2025) পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitaraman)। 

PREV
110
১ ফেব্রুয়ারিতে সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

সেখানে ইনকাম ট্যাক্স নিয়ে বড় কোনও ঘোষণা  হতে পারে বলে মনে করা হচ্ছে। 

210
আর্থিক বিশ্লেষকদের ঠিক কী অনুমান?

স্টার্ট আপ কোম্পানিগুলিকে সমৃদ্ধশালী করতে বেশ কিছু সুযোগ সুবিধা দিতে পারেন তিনি বলে মনে করা হচ্ছে। 

310
বর্তমানে আয়করের ক্ষেত্রে দেশে দুটি পরিকাঠামো চালু হয়েছে

একটি হল নতুন কর ব্যবস্থা এবং অপরটি হল পুরনো কর কাঠামো। 

410
আয়করদাতা নিজের ইচ্ছেমতো কাঠামো অনুযায়ী কর জমা করতে পারেন

তবে এই নিয়মে নতুন কর কাঠামোতে ন্যূনতম ছাড় দেওয়ার অঙ্ক তিন লক্ষ টাকা রেখেছে কেন্দ্রীয় সরকার। 

510
অর্থাৎ, কোন ব্যক্তির বার্ষিক আয়ের পরিমাণ তিন লক্ষ টাকা হলে তাঁকে আয়কর বাবদ কোনও টাকা দিতে হবে না

আর্থিক বিশ্লেষকদের ধারণা, আসন্ন বাজেটে এই অঙ্ক অনেকটাই বৃদ্ধি করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

610
তাদের পরামর্শ হল, বার্ষিক তিন লক্ষের বদলে পাঁচ লক্ষ টাকাকে পুরোপুরি কর মুক্ত করা উচিত

এতে মাঝারি আয়ের করদাতারা অনেকটাই স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

710
কর ছাড়ের মাত্রা বৃদ্ধি পেলে, নিঃসন্দেহে বাজার থেকে জিনিস কেনার পরিমাণ বাড়বে

ফলে, অনেকটাই মজবুত হবে ঘরোয়া অর্থনীতি।

810
তাই মোট অভ্যন্তরীণ উৎপাদনের জিডিপি সূচক অনেকটাই বাড়বে

অন্যদিকে, মূদ্রাস্ফীতির সঙ্গে তাল রাখতে গিয়ে মধ্যবিত্তদের একাংশ স্টক এবং মিউচুয়াল ফান্ডে লগ্নি করে থাকেন। 

910
সেগুলি আবার দীর্ঘমেয়াদী মূলধনী লাভের আওতাভুক্ত

বর্তমান নিয়মে স্টক বা মিউচুয়াল ফান্ড থেকে বছরে এক লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর ছাড় দিয়ে থাকে সরকার। 

1010
এই অঙ্ক বাড়িয়ে দিয়ে দিয়ে দুই থেকে আড়াই লক্ষ টাকা করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন আর্থিক বিশ্লেষকরা

তাদের দাবি, এতে স্টকে বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে দিতে পারে আমজনতা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories