BUDGET 2025: শনিবার তো ছুটি! কিন্তু বাজেট পেশের দিন বলে কথা, খুলবে শেয়ার বাজার?

Published : Jan 31, 2025, 06:08 PM IST
Share Market

সংক্ষিপ্ত

বাজেট ডে বলে কথা।

কিন্তু ১ ফেব্রুয়ারি, অর্থাৎ শনিবার সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু এই শনিবার কি তাহলে খোলা থাকবে শেয়ার বাজার? অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

আসন্ন ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। শুধু তাই নয়, অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট ঘোষণাকে কেন্দ্র করে বিশেষ নজর রয়েছে দালাল স্ট্রিটের। কিন্তু সমস্যা অন্য জায়গায়। এবারের বাজেট সংসদে পেশ হতে চলেছে শনিবার। আর নিয়মানুযায়ী, এই দিন বন্ধ থাকে ষ্টক মার্কেট। এখন প্রশ্ন উঠছে যে, তবে কি এই বিশেষ দিন উপলক্ষ্যে শনিবার খুলতে চলেছে শেয়ার বাজার?

এমনিতে সোম-শুক্র সকাল ৯.১৫ মিনিট থেকে দুপুর ৩.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে দেশের শেয়ার বাজার। শনি-রবি ছাড়াও জাতীয় ছুটির দিনগুলিতে বন্ধ থাকে দালাল স্ট্রিট। তবে বিশেষ বিশেষ দিনে কিছু সময়ের জন্য চালু রাখা হয় ‘স্পেশাল ট্রেডিং’।

যেমন দিওয়ালি কিংবা ধনতেরস। সেই নিয়মে এবার কিছুটা হলেও ব্যতিক্রম হতে চলেছে। বাজেটের মতো বিশেষ দিনকে কোনওভাবেই হারাতে চাইছে না শেয়ার মার্কেট। সম্প্রতি NSE এবং BSE-এর তরফ থেকে জানানো হয়েছে যে, অন্যান্য দিনের মতোই আগামী শনিবার ট্রেডিং করতে পারবেন বিনিয়োগকারীরা। পুরোদমে চালু থাকবেন দেশের শেয়ার বাজার।

জানা যাচ্ছে, শেয়ার বাজারের ইতিহাসে এই ঘটনা একেবারেই ব্যতিক্রম নয়। এর আগেও ২০২০ সালে সংসদে বাজেট পেশ হয়েছিল ১ ফেব্রুয়ারি। সেই দিনটিও ছিল শনিবার। সরকারের মতোই প্রথা ভেঙে সেবারও ছুটির দিনে বিশেষ ‘ট্রেডিং সেশন’ চালু রেখেছিল দালাল স্ট্রিট। তবে তারও আগে গত ২০১৫ সালে ২৮ ফেব্রুয়ারি, এমনই একটি ছুটির দিনে বাজেট পেশ হওয়ায় খোলা রাখা হয়েছিল শেয়ার বাজার। তাই এবারও তার কোনওরকম ব্যতিক্রম হচ্ছে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কয়েক মিনিটেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! পার্সোনাল লোন অ্যাপের এই সুবিধাগুলি জেনে নিন
আকাশছোঁয়া বিমান ভাড়া রুখতে সরকারের নয়া নির্দেশ! ফ্লাইট বুকিং-এর আগে দেখে নিন নির্ধারিত তালিকা