
আর কয়েকদিন পর শুরু হবে গরমকাল । তীব্র গরমে সকলেই একটু ঠান্ডা আবহাওয়ায় মুক্তি পেতে চান। আর গরমের দিনে বাড়ি কিম্বা অফিসে এয়ার কন্ডিশন থাকলে মিলবে স্বস্তি। আর তাই গরমে বাড়ে এসি কেনার ধুম। গরমকাল শুরু হতে না হতেই এসি-র দাম বাড়তে থাকে। তাই বুদ্ধিমানের কাজ হল আগে থেকে এসি কিনে রাখা। এখন রিলায়েন্স জিও মার্টে এসি-র উপর অনেক ছাড় মিলছে।
ভোল্টাস ১.৫ টন টপ স্প্লিট এসি
এই এসি-র আসল দাম ৬৪,৯৯০ টাকা। কিন্তু জিও মার্ট-এ ৪৭% ছাড়ের পর দাম হয়েছে ৩৯,৯৯০ টাকা। এছাড়াও আরবিএল ব্যাঙ্ক-এর ক্রেডিট কার্ড দিয়ে কিনলে আরও ২,৫০০ টাকা ছাড় পাওয়া যাবে। ফলে দাম হবে ৩১,৪৯০ টাকা।এই এসি-টি লঞ্চ হয়েছিল ২০২৩ সালে। এটি যখন বাজারে আসে থ্রি স্টার রেটিং-এর সঙ্গে। তবে, এঅ এসি কম বিদ্যুৎ খরচ করে ঘরকে ভালো মত ঠান্ডা করে দেয়। এতই এসি-র বিশেষত্ব হল এর রয়েছে অ্যান্টি ডাস্ট, টু ওয়ে সুইং, ফোর স্টেপ অ্যাডজাস্টেবল কুলিং সিস্টেম। এবং ডুয়েল টেম্পারেচার ডিসপ্লের মতো আকর্ষনীয় অনেক ফিচার রয়েছেছে।
ব্লুস্টার ১.৫ টন ৫ ইন ১ কনভার্টেবল ইনভার্টার স্প্লিট এসি
ব্লুস্টার-এর এই লেটেস্ট স্প্লিট এসি এখন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে জিও মার্ট-এ ।এই এসির আসল দাম ৭৪,৫০০ টাকা। কিন্তু এখন জিও মার্ট -এ ৪২% ছাড় মিলছে। ফলে এই এসি বিক্রি হচ্ছে ৪২,৯৯০ টাকায় ।আরবিএল ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারলে আরও পাওয়া যাবে ২,৫০০ টাকা ছাড় । ফলে দাম নেমে আসবে ৪০,৪৯০ টাকা।এই এসি লঞ্চ হয়েছিল ২০২৪ সাল নাগাদ । এতে ফাইভ স্টার রেটিং এবং ফাইভ ইন ওয়ান কনভার্টেবল ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে । এর ফলে লাভ হল এটাই যে, এই এসি খুব কম বিদ্যুৎ খরচ করে প্রয়োজন অনুযায়ী ঘরকে কুলিং করতে সক্ষম।
গরমের আগে এসি কিনে নিতে পারলেই আপনি অনেক টাকা সাশ্রয় করে ফেলতে পারবেন। জিও মার্ট-এ এখন অনেক জনপ্রিয় মডেলের উপর ডিসকাউন্ট চলছে। তাই এই সুবর্ন সুযোগটি হাতছাড়া করা উচিত নয়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।https://www.whatsapp.com/channel/0029Va9a73wK0IBjbT91jj2D