UPI Payment: ব্যাঙ্ক ব্যালেন্স জিরো থাকলেও করা যাবে UPI, নয়া সুবিধা দেশবাসীর জন্য

Published : May 13, 2025, 11:13 AM IST

UPI Payment: এনপিসিআই এনেছে নতুন পরিষেবা, UPI ক্রেডিট লাইন। ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য থাকলেও UPI পেমেন্ট করা যাবে। ৪৫ দিন পর্যন্ত কোনও সুদ ছাড়াই টাকা পরিশোধের সুযোগ।

PREV
111

ডিজিটাল লেনদেনের এই যুগে সবাই নগদের বদলে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা UPI।

211

Google Pay, Paytm, PhonePe, BHIM অ্যাপের মাধ্যমে কয়ের সেকেন্ডের মধ্যে UPI করে থাকে অনেকেই।

311

এবার এল নয়া পরিষেবা। ব্যাঙ্ক ব্যালেন্স জিরো থাকলেও করা যাবে UPI। দুর্দান্ত পরিষেবা নিয়ে এল NPCI।

411

সাধারণত আপনার UPI আইডি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে। আপনি যখন পেমেন্ট করেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নেওয়া হয়।

511

কিন্তু, এখন NPCI একটি দুর্দান্ত পরিষেবা নিয়ে এসেছে। এবার আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও ইউপিআই পেমেন্ট করা সম্ভব। এর নাম UPI ক্রেডিট লাইন।

611

UPI ক্রেডিট লাইন কিছুটা ক্রেডিট কার্ডের মতো। গ্রাহককে ব্যয় করার জন্য একটি নির্দিষ্ট অঙ্কের সীমা দেওয়া হবে।

711

এর জন্য আপনাকে সেই ব্যাঙ্কে আবেদন করতে হবে, যেখানে আপনার ইতিমধ্যেই একটি অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টটি আপনার ইউপিআই আইডির সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে।

811

ব্যাঙ্ক থেকে অনুমোদন পাওয়ার পর আপনার অ্যাকাউন্টে টাকা থাকুক বা না থাকুক আপনি UPI পেমেন্ট করতে পারবেন।

911

এই টাকা পরিশোধ করার জন্য আপনি ৪৫ দিন সময় পাবেন। ব্যাঙ্ক কোনও সুদ নেবে না। আপনি ৪৫ দিনের মধ্যে টাকা প্রদান না করলে তাহলে দিতে হবে সুদ।

1011

বর্তমানে পরিষেবাটি সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই চালু হয়েছে। BHIM, Paytm, PayZapp এবং G Pay-তেও এই পরিষেবা চালু হয়েছে।

1111

এই নয়া ব্যবস্থা দ্বারা উপকৃত হবেন সকলে। এবার থেকে কোনও জিনিস কেনার আগে আর চিন্তা নেই। ব্যাঙ্কে টাকা না থাকলেও কিনতে পারবেন।

click me!

Recommended Stories