ডিজিটাল লেনদেনের এই যুগে সবাই নগদের বদলে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা UPI।
Google Pay, Paytm, PhonePe, BHIM অ্যাপের মাধ্যমে কয়ের সেকেন্ডের মধ্যে UPI করে থাকে অনেকেই।
এবার এল নয়া পরিষেবা। ব্যাঙ্ক ব্যালেন্স জিরো থাকলেও করা যাবে UPI। দুর্দান্ত পরিষেবা নিয়ে এল NPCI।
সাধারণত আপনার UPI আইডি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে। আপনি যখন পেমেন্ট করেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে ব্যালেন্স কেটে নেওয়া হয়।
কিন্তু, এখন NPCI একটি দুর্দান্ত পরিষেবা নিয়ে এসেছে। এবার আপনার অ্যাকাউন্টে টাকা না থাকলেও ইউপিআই পেমেন্ট করা সম্ভব। এর নাম UPI ক্রেডিট লাইন।
UPI ক্রেডিট লাইন কিছুটা ক্রেডিট কার্ডের মতো। গ্রাহককে ব্যয় করার জন্য একটি নির্দিষ্ট অঙ্কের সীমা দেওয়া হবে।
এর জন্য আপনাকে সেই ব্যাঙ্কে আবেদন করতে হবে, যেখানে আপনার ইতিমধ্যেই একটি অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টটি আপনার ইউপিআই আইডির সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে।
ব্যাঙ্ক থেকে অনুমোদন পাওয়ার পর আপনার অ্যাকাউন্টে টাকা থাকুক বা না থাকুক আপনি UPI পেমেন্ট করতে পারবেন।
এই টাকা পরিশোধ করার জন্য আপনি ৪৫ দিন সময় পাবেন। ব্যাঙ্ক কোনও সুদ নেবে না। আপনি ৪৫ দিনের মধ্যে টাকা প্রদান না করলে তাহলে দিতে হবে সুদ।
বর্তমানে পরিষেবাটি সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই চালু হয়েছে। BHIM, Paytm, PayZapp এবং G Pay-তেও এই পরিষেবা চালু হয়েছে।
এই নয়া ব্যবস্থা দ্বারা উপকৃত হবেন সকলে। এবার থেকে কোনও জিনিস কেনার আগে আর চিন্তা নেই। ব্যাঙ্কে টাকা না থাকলেও কিনতে পারবেন।
Sayanita Chakraborty