
US-India Relation: রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনা নিয়ে ফের একবার হুঁশিয়ারি ফিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার ভারতকে হুঁশিয়ারি তাঁর। আবার বাড়তে পারে শুল্ক (US India Relations)।
রাশিয়ার কাছ থেকে কেন ভারত তেল কিনবে? রেগে আগুন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাই রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তিস্বরূপ ভারতের উপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প (us tariff on india latest news)।
মঙ্গলবার, নতুন করে ফের একবার ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্পের কথায়, “ভারতের আচরণ একেবারেই ভালো বাণিজ্যসঙ্গীর মতো নয়। ওরা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে। কিন্তু আমরা ওদের সঙ্গে ব্যবসা করি না। তাই ২৫% শুল্ক রাখা হয়েছে আপাতত। আগামী ২৪ ঘণ্টায় তা আরও অনেকটা বাড়ানো হতে পারে। কারণ, ওরা রাশিয়ার থেকে তেল কিনছে।"
কিন্তু ভারত কার্যত, নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার কাছ থেকে তেল কিঞ্ছে। আর সেইজন্যই বাড়তি পেনাল্টি বা জরিমানাও চাপানোর কথা বলেছেন ট্রাম্প। এবার তাই সেই শুল্ক আরও বাড়ানো হতে পারে বলে একদিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, নিজেদের মুনাফার জন্য রাশিয়ার থেকে তেল কিনছে ভারত। তাই ভারতের উপর আরও শুল্ক বাড়িয়ে দেবেন তিনি।
তবে এবার আর কোনও ঘোষণা নয়। ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে দিলেন ট্রাম্প। কেন ভারতের উপর আরও শুল্ক চাপানোর সিদ্ধান্ত চাপানো হচ্ছে, তার ব্যাখাও দিয়েছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, “রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধে মদত দিচ্ছে ভারত।” তাঁর মতে, তেলের উপর ভারতকে মোটা টাকা ছাড় দিচ্ছে রাশিয়া। আদতে কম দামে সেই তেল কিনে রাশিয়াকে যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার খরচ জুগিয়ে চলেছে ভারত। তবে বাড়তি শুল্কের ঘোষণা করলেও, তার সঠিক হার এখনও খোলসা করেননি ট্রাম্প।
তেল কেনা ছাড়াও রাশিয়ার কাছ থেকে যুদ্ধের সরঞ্জামও কেনে ভারত। আন্তর্জাতিক কৌশলগতভাবেও ভারত এবং রাশিয়া পরস্পরের শরিক হিসেবেই থাকে। তাই ট্রাম্পের এই হুঁশিয়ারি সত্ত্বেও রাশিয়ার সঙ্গে সম্পর্কে ইতি টানার কোনওরকম সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে ভারত।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।