LPG Price: গ্যাস সিলিন্ডারের দামে কি মিলবে স্বস্তি, ১ জুন জানা যাবে নতুন দাম

Published : May 31, 2023, 06:57 PM IST
lpg cylinder rates march 2023

সংক্ষিপ্ত

নতুন মাসে কি রান্নার গ্যাসের দামে স্বস্তি পাবে সাধারণ মানুষ? জানা যাবে আগামী কাল। 

প্রতি মাসের মতো এই মাসেও পেট্রোলিয়াম কোম্পানিগুলি এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করবে। আগামীকালই জানা যাবে এলপিজি গ্যাস সিলিন্ডারের আপডেটেড দাম। মে মাসে বানিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ১৭২ টাকা কমেছিল। কিন্তু ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও বদল আসেনি। নতুন মাসে কি রান্নার গ্যাসের দামে স্বস্তি পাবে সাধারণ মানুষ? জানা যাবে আগামী কাল।

মে মাসে কলকাতায় ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১১২৯ টাকা। সেখানে চেন্নাইয়ে এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১১১৮.৫০ টাকা। দিল্লিতে ঘরোয়া এলপিজি সিলিন্ডার বিকোচ্ছিল ১১০৩ টাকায়। মুম্বইয়ে গার্হস্থ্য সিলিন্ডারের দাম ছিল ১১১২.৫ টাকা।

এক নজরে দেশের চার মেট্রো শহরে ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম

  • কলকাতা - ১১২৯ টাকা
  • চেন্নাই - ১১১৮.৫০ টাকা
  • দিল্লি - ১১০৩ টাকা
  • মুম্বই - ১১১২.৫ টাকা

অন্যদিকে বানিজ্যিক সিলিন্ডারের দামে বড় বদল এসেছিল গত কয়েক মাসে। কলকাতায় বানিজ্যিক এলপিজি সিলিন্ডারের বর্তমান দাম ১৯৬০ টাকা। দিল্লিতে বানিজ্যিক এলপিজি সিলিন্ডারের বর্তমান দাম ১৮৫৬.৫০ টাকা। মুম্বইয়ে বানিজ্যিক এলপিজি সিলিন্ডারের বর্তমান দাম ১৮০৮.৫০ টাকা।

একনজরে বানিজ্যিক এলপিজি সিলিন্ডারের বর্তমান দাম

  • কলকাতা - ১৯৬০ টাকা
  • দিল্লি - ১৮৫৬.৫০ টাকা
  • মুম্বই - ১৮০৮.৫০ টাকা

PREV
click me!

Recommended Stories

সিনিয়র সিটিজেনদের জন্য বড় খবর, ফিক্সড ডিপোজিটে মিলছে ৮.৮৫ শতাংশ পর্যন্ত রিটার্ন
ব্র্যান্ডেড ডিমে লুকিয়ে ক্যান্সারের ঝুঁকি? নয়া এই রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ