Gold Price: পয়লা বৈশাখের আগে লাখ টাকা ছুঁই ছুঁই সোনা, আজ কলকাতায় সোনার দাম কত?

Published : Apr 12, 2025, 11:14 AM IST

বিয়ের মরশুমের আগে সোনার দাম আকাশ ছুঁয়েছে। আমেরিকা ও চীনের শুল্ক যুদ্ধের কারণে দাম বাড়ছে, যা মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়েছে। তবে শীঘ্রই দাম কমার সম্ভাবনা রয়েছে।

PREV
110

সামনেই বিয়ের মরশুম। এর আগে মাথায় হাত সকলের। আকাশ ছুঁলো সোনার দাম।

210

আমেরিকা ও চীনের শুল্ক যুদ্ধ চলছে। তার কারণে লাখ টারা দোরগোড়ায় পৌঁছাল সোনার দাম।

310

বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে বৃহস্পতিবার সোনার খুচরো মূল্য প্রকাশিত হয়নি দিল্লিতে।

410

বুধবার রাজধানীতে যে দর গিয়েছিল, তার চেয়ে শুক্রবার এক লাফে ১০ গ্রাম পিছু ৬ হাজার ২৫০ টাকা বেড়েছে সোনার দাম।

510

শুক্রবার ১১ এপ্রিল সোনার দাম বেড়েছে ৩ শতাংশ। ২২ ক্যারেট সোনার দাম কলকাতায় ছিল ৮৭,৪৫০ টাকা। তার আগের দিনের তুলনায় ১৮৫০ টাকা বেড়েছিল।

610

গতকাল ২৪ ক্যারেট সোনার দাম কলকাতায় ছিল ৯৫,৪০০ টাকা। যা তার আগের দিনের তুলনায় ২০২০ টাকা বৃদ্ধি পেয়েছে।

710

আজ শনিবার কলকাতায় ২৪ গ্রাম সোনার দাম ৯৫,৫৬৭। যা গত

810

আজ শনিবার কলকাতায় ২২ গ্রাম সোনার দাম ৮৭,৭০০।

910

ক্রমে বেড়ে চলেছে সোনার দাম। একদিনে লাখ টাকার কাছে দাম তার ওপর জিএসটি দিয়ে আরও বেড়ে যায় দাম।

1010

সব মিলিয়ে সোনা কিনতে গিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এদিকে জানা গিয়েছে, শীঘ্রই কমতে পারে দাম। প্রায় ৬০ হাজারে নেমে আসবে সোনালী ধাতুর দাম। তবে কমে কমবে তা নিশ্চিত করে জানা যায়নি।

click me!

Recommended Stories