এবার কি বাতিল করা হবে ২০০ টাকার নোট? হঠাৎ বিজ্ঞপ্তি জারি করল রিজার্ভ ব্যাঙ্ক
জানুয়ারি মাসে মাঝামাঝি সময়ে বড় খবর। ২০০০ টাকার নোটের পর এবার কি বাতিল করা হবে ২০০ টাকার নোট! বাজার থেকে নাকি সব ২০০ টাকার নোট তুলে নেওয়া হতে পারে! এমনই খবর জানা যাচ্ছে। কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া?
এবার কি এই চালু নোট বাতিল করতে চলেছে কেন্দ্রের মোদী সরকার ?
আচমকা বড় আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক। জারি করা হল বিজ্ঞপ্তি।
কী বলা হচ্ছে সেই বিজ্ঞপ্তিতে ? জানলে অবাক হবেন।
আরবিআই বলছে ২০০০ টাকার নোট বাতিল হওয়ার পর থেকে দেশে ২০০ টাকা এবং ৫০০ টাকার জাল নোট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
ভারতীয় রিজার্ভ ব্যাংক সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে লেনদেনের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।
আপনার পকেটে থাকা ২০০ টাকার নোট যে জাল নয়, কীভাবে বুঝবেন ?
আসল নোট চেনার উপায়
নোটের বাম দিকে দেবনগরী লিপিতে ২০০ লেখা থাকবে,
নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর পরিষ্কার ছবি থাকবে,
মাইক্রো অক্ষরে লেখা থাকবে ‘RBI’, ‘ভারত’, ‘ইন্ডিয়া’, এবং ‘২০০’,
নোটের ডানদিকে অশোকস্তম্ভের প্রতীক থাকবে।
জাল নোটের বিস্তার রোধ করতে ভারতীয় রিজার্ভ ব্যাংক সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ দিয়েছে। লেনদেনের সময় নোটগুলো সঠিকভাবে পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। কেউ জাল নোট পেলে তা দ্রুত স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।