এবার কি বাতিল করা হবে ২০০ টাকার নোট? হঠাৎ বিজ্ঞপ্তি জারি করল রিজার্ভ ব্যাঙ্ক

জানুয়ারি মাসে মাঝামাঝি সময়ে বড় খবর। ২০০০ টাকার নোটের পর এবার কি বাতিল করা হবে ২০০ টাকার নোট! বাজার থেকে নাকি সব ২০০ টাকার নোট তুলে নেওয়া হতে পারে! এমনই খবর জানা যাচ্ছে। কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া?

Parna Sengupta | Published : Jan 14, 2025 10:27 AM
110

বাজারে সব থেকে বেশি চলে ৫০০ টাকা ও ২০০ টাকার নোট।

210

২০০ টাকার নোট সব মানুষের পকেটেই থাকে মোটামুটি।

310

এবার কি এই চালু নোট বাতিল করতে চলেছে কেন্দ্রের মোদী সরকার ?

410

আচমকা বড় আপডেট দিল রিজার্ভ ব্যাঙ্ক। জারি করা হল বিজ্ঞপ্তি।

510

কী বলা হচ্ছে সেই বিজ্ঞপ্তিতে ? জানলে অবাক হবেন।

610

আরবিআই বলছে ২০০০ টাকার নোট বাতিল হওয়ার পর থেকে দেশে ২০০ টাকা এবং ৫০০ টাকার জাল নোট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

710

ভারতীয় রিজার্ভ ব্যাংক সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে লেনদেনের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।

810

আপনার পকেটে থাকা ২০০ টাকার নোট যে জাল নয়, কীভাবে বুঝবেন ?

910

আসল নোট চেনার উপায়

নোটের বাম দিকে দেবনগরী লিপিতে ২০০ লেখা থাকবে,

নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর পরিষ্কার ছবি থাকবে,

মাইক্রো অক্ষরে লেখা থাকবে ‘RBI’, ‘ভারত’, ‘ইন্ডিয়া’, এবং ‘২০০’,

নোটের ডানদিকে অশোকস্তম্ভের প্রতীক থাকবে।

1010

জাল নোটের বিস্তার রোধ করতে ভারতীয় রিজার্ভ ব্যাংক সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ দিয়েছে। লেনদেনের সময় নোটগুলো সঠিকভাবে পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। কেউ জাল নোট পেলে তা দ্রুত স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos