১৯ হাজার টাকা মাইনে হলেই অবসরের সময় পাবেন ১.৫ কোটি! দেখে নিন কীভাবে প্ল্যান করবেন

বছরের শেষ মাসে একের পর এক ভালো খবর আসছে সরকারি কর্মীদের জন্য। তবে এই খবরে খুশি হবেন বেসরকারি কর্মীরাও। চাকরিজীবীদের বেতন যদি ১৯ হাজার টাকা হয়, তবে খুব সহজেই অবসরের পরে তাঁরা ১.৫ কোটি টাকা হাতে পেতে পারেন! দেখে নিন কীভাবে।

Parna Sengupta | Published : Dec 6, 2024 10:28 AM
112

সরকারি থেকে বেসরকারি কর্মীদের জন্য একের পর ঘোষণা হয়ে চলেছে।

212

বড়সড় আপডেট মিলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (Employees’ Provident Fund Organisation) তরফ থেকেও।

312

EPF-র টাকা তোলার জন্য আগে যেখানে অনলাইনে আবেদন করার পর অপেক্ষা করতে হত সেখানে EPFO 3.0 চালু হলে খুব সহজেই টাকা তোলা যাবে বলে জানানো হয়েছে।

412

নতুন সিস্টেম চালু হলে ডেবিট কার্ডের মত ATM থেকেই EPF এর টাকা তুলে নেওয়া যাবে।

512

এমনকি ১২% টাকা জমার লিমিট তুলে নেওয়াও হতে পারে যাতে অবসরের সময় আরও বেশি টাকা রিটার্ন পেতে পারেন কর্মচারীরা। অবশ্য প্রয়োজনে পিএফ থেকে টাকা তোলা যাবে।

612

তবে যদি একটানা জমাতে পারেন তাহলে অবসরের পর ভালো টাকা পেনশন পাওয়া যেতে পারে।

712

আপনার যদি মাসিক বেতন ১৯,০০০ টাকা হয় তাহলে আপনি অবসরের সময় ১.৫ কোটি টাকা জমাতে পারবেন EPF এর মাধ্যমে। ভাবছেন কিভাবে?

812

আসলে ১২% হিসাবে জমা হওয়া টাকা আর বার্ষিক বেতন বৃদ্ধি হিসাবে করে অবসরের বয়স পর্যন্ত যদি টাকা জমা করা হয় তাহলেই ১.৫ কোটি জমানো সম্ভব।

912

আপনি যদি দেড় কোটি টাকা জমাতে চান সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে ২৪ বছর

1012

আপনার বেতন হতে হবে ১৯,০০০ টাকা। এক্ষেত্রে আপনার অবসরের বয়স পর্যন্ত ৩৬ বছর ১২% হারে EPF অ্যাকাউন্টে বিনিয়োগ করা যাবে।

1112

এবার ধরে নেওয়া হল আপনার প্রতিবছর ৫% করে বেতন বৃদ্ধি হবে। তাহলে ৩৬ বছরে আপনার মোট EPF অ্যাকাউন্টে জমা পড়বে ১,৫১,১৯,৪৪৯ টাকা।

1212

এর মধ্যে সুদ হিসাবেই পাওয়া যাবে আরও ১,১৪,৮৮,২১৯ টাকা। তবে এক্ষেত্রে যে সমস্ত শর্ত বলা হয়েছে সেগুলি অবশ্যই মানতে হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos