১) ইনকাম ট্যাক্স পোর্টাল থেকে ফ্রি ই-PAN
যাঁদের আগে PAN নেই, তাঁরা আয়কর দপ্তরের e-Filing পোর্টালে আধার ব্যবহার করে বিনামূল্যে ই-PAN পেতে পারেন।
আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে।
OTP যাচাই করলে কয়েক মিনিটের মধ্যেই ই-PAN তৈরি হয়ে যায় এবং ডাউনলোড করা যায়।