Published : Oct 20, 2024, 06:40 PM ISTUpdated : Oct 20, 2024, 09:19 PM IST
মাসিক বেতন মাত্র ২০,০০০ টাকা হলেও, ৩০ বছরে কোটিপতি হওয়া সম্ভব। মাসিক ৩,০০০ টাকা SIP বিনিয়োগ এবং বার্ষিক ১২% সুদের মাধ্যমে, বুল রান কৌশল ব্যবহার করে ১ কোটি টাকার বেশি আয় করা সম্ভব।
আপনার মাসিক বেতন মাত্র ২০ হাজার টাকা হলেও, আপনি কোটিপতি (Crorepati) হতে পারেন
প্রায় ১ কোটি (1 Crore) টাকার তহবিল গড়ে তুলতে চাইলে, আপনাকে যা করতে হবে তা হল বুল রান কৌশল অবলম্বন করা। এর জন্য আপনাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হবে। এতে আপনি চক্রবৃদ্ধি সুদের সুবিধা পাবেন। আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন, তত বেশি লাভবান হবেন।
210
কত টাকা বিনিয়োগ করবেন?
আপনার মাসিক বেতন ২০ হাজার টাকা হলে, এর ১৫% অর্থাৎ ৩ হাজার টাকা বিনিয়োগের জন্য ব্যবহার করুন।
310
মাসে ৩ হাজার টাকা SIP করুন
প্রতি মাসে আপনার বেতন থেকে ৩ হাজার টাকা SIP (সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান)-এ বিনিয়োগ করুন। কোনও অসুবিধা হলেও এটি বন্ধ করবেন না।
410
বিনিয়োগের মেয়াদ জেনে নিন
মাত্র এক-দুই বছর নয়, ৩০ বছরের জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হবে।
510
এবার আপনাকে জানতে হবে বার্ষিক সুদ
আপনার বিনিয়োগে বার্ষিক ১২% সুদ আসতে হবে। সাধারণত মিউচুয়াল ফান্ডের ব্লু-চিপ ফান্ডগুলি বার্ষিক ১২% রিটার্ন দেয়।
610
তাহলে আপনার মোট বিনিয়োগ কত হচ্ছে?
মোট ৩০ বছরে আপনার মোট বিনিয়োগ হবে ১০ লক্ষ ৮০ হাজার টাকা।
710
আনুমানিক রিটার্ন জেনে নিন
প্রতি মাসে ৩ হাজার টাকা বিনিয়োগ এবং বার্ষিক ১২% রিটার্নে, ৩০ বছর পর আপনার রিটার্ন হবে ৯৫,০৯,৭৪১ টাকা।
810
বিষয়টি পরিষ্কার হল?
আপনার ২০,০০০ টাকা বেতনের ১৫% অর্থাৎ ৩,০০০ টাকা SIP-তে বিনিয়োগ করলে ৩০ বছরে আপনি ১ কোটি ৫ লক্ষ ৮৯ হাজার ৭৪১ টাকা পাবেন।
910
একটু একটু করে জমান
আর পেয়ে যান বিপুল অঙ্কের অর্থ।
1010
কিন্তু সঠিক নিয়ম মেনে
মাসের মাত্র ২০,০০০ টাকা বেতনেও কোটিপতি হওয়া সম্ভব।