করদাতাদের জন্য পদক্ষেপ, কেন্দ্রীয় সরকার আয়কর আইনের অধীনে E-Filing সময়সীমা বাড়িয়েছে

করদাতাদের সুবিধের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। বাড়িয়ে দেওয়া হল ই-ফর্ম দাখিলেন সময়সীমা।
 

Asianet News Bangla | Published : Aug 29, 2021 2:48 PM IST

করদাতাদের সুবিধের জন্য আয়কর বিভাগ একটি নতুন ওয়েব সাইট চালু করেছিল। কিন্তু নতুন পোর্টালটির প্রযুক্তিগত ত্রুটি থাকার জন্য কেন্দ্রীয় সরকার আয়কর জমাদেওয়ার সময়সীমা বাড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রত্যক্ষ কর বোর্ড (CBDT) ১৯৬১ সালের আয়কর আইনের অধীনে নির্দিষ্ট ফর্মের বিদ্যুতিন কর দাখিলের সময়সীমা বাড়িয়েছে। গত সপ্তাহেই ইনফোসিস কর্তার সঙ্গে বৈঠক করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারম। সেই সময় পোর্টালটি প্রযুক্তিগত ত্রুটি দূর করতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিলেন। 

 

Share this article
click me!