কাহানি মে ট্যুইস্ট, ফিল্মি স্টাইলেই কী তাহলে সম্পর্কের সমীকরণ পাল্টাচ্ছেন ধনুশ-ঐশ্বর্য

গানের শ্যুটিং-র জন্য হায়দরাবাদ গিয়েছেন ধনুশ ও ঐশ্বর্য। সেখানেই একটি হোটেলের ঘরে একসঙ্গে রয়েছেন তাঁরা। এখান থেকেই কী সম্পর্কের বিচ্ছেদের ভাঁঙা কাঁচ জোড়া লাগতে চলেছে.... 
 

দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্য (Ashwariya)ও ধনুসের (Dhanush) বিবাহ বিচ্ছেদের খবর এখন বিনোমহলের সবচেয়ে চর্চিত বিষয়। ১৮ বছরের দীর্ঘ বিবাহিত জীবনে (Married Life) ইতি টেনে সোশ্য়াল সাইটে ধনুশ তাঁদের বিবাহবন্ধনের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। এই খবরে একপ্রকার স্তব্ধ হয়ে গিয়েছিল তাঁদের অনুরাগীরা। পরে অবশ্য ঐশ্বর্যের বাবা রজনীকান্ত তাঁদের বিবাহ বিচ্ছেদের (Marriage Separation) কথা একেবারে নস্যাৎ করে দিয়ে বলেছিলন, তাঁদের নাকি কোন বিচ্ছেদই হয়নি, স্বামাী-স্ত্রীর মধ্য়ে সামান্য ঝগড়া হয়েছে মাত্র। এই বিষয় নিয়ে যখন কথার পৃষ্ঠে কথা উঠছে, সেই সময়ই আচমকা ভোলবদল হয়ে গেল ধনুশ-ঐশ্বর্যের সম্পর্কের সমীকরণের। যাঁরা নিজেদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘোষণা করে আলাদা থাকছিলেন, তাঁরাই আবার এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এক ছাদের তলায় চলে এলেন....ধনুশ-ঐশ্বর্যের বিচ্ছেদের টাটকা কাহিনির মাঝেই ঘটনায় এহেন ট্যুইস্টে একদিকে যেমন হতবাক হচ্ছে সকলে তেমনই আবার বিষয়টি নিয়ে বেশ ভাবাচ্ছেও। তাহলে কি নিজেদের সিদ্ধান্তে তাঁরা পরিবর্তন আনল....সম্পর্কের বিচ্ছেদের ভাঁঙা কাঁচ জোড়া লাগতে চলেছে....

আসলে এই গোটা বিষয়টির সুত্রপাত হয়েছে হায়দরাবাদের (Hyderabad) একটি হোটেলের রুমকে ঘিরে। একটি গানের শ্যুটিং-এর জন্য হায়দ্রাবাদের রামোজি ফিল্মসিটিতে গিয়েছেন ধনুশ-ঐশ্বর্য। সেখানেই সিতারা হোটেলে একই রুমেও রয়েছেন এই দক্ষিণী তারকা দম্পত্তি। বিচ্ছেদের খবর প্রকাশ্যে ঘোষণার পর ফের একসঙ্গে এক ছাদের তলায় কী অন্য কোনও ইঙ্গিত দিচ্ছে...ফের কী তাহলে সব বিবাদ ভুলে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে...এই ধরনের নানান প্রশ্ন ভিড় জমাচ্ছে অনুরাগীদের মনে। প্রসঙ্গত, যে গানের শ্যুটিং-র জন্য তাঁরা হায়দরাবাদ গিয়েছেন সেই গানটির ভিডিও পরিচালনার দায়িত্বে রয়েছেন ঐশ্বর্য। আর অভিনয় করতে দেখা যাবে ঐশ্বর্যের বেটারহাফ ধনুশকে। সব মিলিয়ে এখন একটাই প্রশ্ন দানা বাঁধছে সকলের মনে, তাহলে কী নিজেদের সিদ্ধান্ত বদলে নতুন করে পথ চলা শুরু করতে চলেছেন ধনুশ আর ঐশ্বর্য নাকি শুধুমাত্র কাজের খাতিরেই এক ছাদের তলায় আসা....

Latest Videos

আরও পড়ুন-বিবাহবিচ্ছেদের সঙ্গে শ্বশুর জমাইয়ের সম্পর্কেও কী চিড়,তাই জন্য়ই কী রজনীকান্তকে এড়িয়ে যাচ্ছেন জামাই রাজা

আরও পড়ুন-ঘর ভাঙল রজনীকান্তের মেয়ের, ১৮ বছররের বিবাহিত জীবনে ইতি টানলেন ধনুষ-ঐশ্বর্য

আরও পড়ুন-Atrangi Re Trailer : 'প্রেমিককেও চাই আবার বরকেও চাই', এ আবার কেমন দাবি করলেন সারা আলি খান

সোশ্যাল সাইটে ধনুশ বিচ্ছেদের খবর প্রকাশ্যে এনে লিখেছিলেন, তাঁরা যৌথভাবেই এই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। তবে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করলেও দুই সন্তানের প্রতি বাবা-মায়ের দায়িত্ব পালনে কোনও রকম ত্রুটি রাখবেন না। একই সঙ্গে বলেছিলেন, সম্পর্কের বিচ্ছেদ হলেও তাঁরা আইনিমতে স্বামী-স্ত্রী হয়েই থাকবেন। মেয়ে-জামাইয়ের বিচ্ছেদের পর ঐশ্বর্যের বাবা রজনীকান্ত জামাই ধনুসের সঙ্গে কথাও বলতে গিয়ছিলেন। কিন্তু ধনুশ তাঁর সঙ্গে কথা বলতে চান নি। কার হিসাবে বলেছেন, তিনি রজনীকান্তকে সম্মান করেন বলেই কোনও রকম বাকবিতণ্ডায় জড়াতে চান ন বলেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এবার শ্যুটিং ফ্লোরেই কী আবার সম্পর্কের নতুন অধ্যায় সূচনা হতে চলেছে...একেবারে ফিল্মি স্টাইলেই কী আবার এক হবে ধনুশ-ঐশ্বর্য, এই আশাতেই বুক বাঁধছন তাঁদের অনুরাগীরা। 


 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন