Aadhar Link-৩০ নভেম্বরের মধ্যে করিয়ে ফেলুন আধারের সঙ্গে UAN-র লিঙ্ক,না হলে সমস্যা তৈরি হবে পিএফ অ্যাকাউন্টে

UAN-র সঙ্গে করাতে হবে আধার লিঙ্ক। সময়সীমা বাড়ানো হল ৩০ নভেম্বর পর্যন্ত। না করলে পিএফ অ্যাকাউন্টে টাকা না পড়বে জমা, না পারবেন তুলতে।

আধারের(Aadhar) সঙ্গে ফোন নম্বরের(Phone Number) লিঙ্ক, রেশন কার্ডের লিঙ্কের ঝামেলা প্রায় একপ্রকার মিটে গেছে। দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে বেশ কয়েকদিন ধরে চলেছে এই পরিষেবা প্রদান। এবার আধারের(Aadhar) সঙ্গে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর(Universal account Number) বা UAN-র লিঙ্ক করানোর সময়ও কিন্তু প্রায় ফুরিয়ে আসছে। 
ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ UAN এর সঙ্গে আধার নম্বর (Aadhaar) লিঙ্ক করার শেষ তারিখ বাড়িয়ে ৩০ নভেম্বর(30 Nov) পর্যন্ত করা হয়েছে ৷ পিএফ অ্যাকাউন্ট হোল্ডার(PF Account Holder) জন্য হাতে আর খুব বেশি সময় নেই। যত দ্রুত সম্ভব ৩০ নভেম্বরের মধ্যে আধারের সঙ্গে ইউএএনের লিঙ্কের পদ্ধতিটি সেরে ফেলুন। এমপ্লয়িস প্রভিডেন্ট ফান্ড অরগানাইজেশন(EMPLOYEES’ PROVIDENT FUND ORGANISATION)বা EPFO-র তরফে জানানো হয়েছে, সংযুক্তিকরণের(Linking process) জন্য কোনো রকম সাহায্য লাগলে ecr.help@epfindia.gov.in-এ যোগাযোগ করতে পারবেন অ্যাকাউন্ট হোল্ডাররা ৷ লিঙ্কিং সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান সহজেই মিলবে এখানে ৷ ১ ডিসেম্বরের আগে আধারের সঙ্গে ইউএএন লিঙ্ক না করালে বড় লোকসানের মুখে পড়তে হতে পারে অ্যাকাউন্ট হোল্ডারদের ৷ আধার লিঙ্ক(Aadhar Link) করানো না থাকলে পিএফঅ্যাকাউন্ট হোল্ডারদের(Pf Account Holder) ।মূলত দুটি সমস্যায় পড়তে হতে পারে। তাঁদের  পিএফ অ্যাকাউন্টে টাকা জমা পড়বে না আর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতেও পারবে না৷

একই সঙ্গে পিএফ অ্যাকাউন্টের ইনস্যুরেন্স কভারের জন্যও বাধ্যতামূলক করা হয়েছে আধার লিঙ্ক ৷ আধার লিঙ্ক করানো না থাকলে কর্মচারীদের EDLI জমা হবে না ৷ এর জেরে কর্মচারীরা বিমা কভারের আওতার বাইরে চলে যেতে পারেনে ৷ EDLI অনুযায়ী, ডেথ ইনস্যুরেন্সের টাকার পরিমান বাড়িয়ে ৭ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে ৷ নিয়মানুযায়ী অ্যাকাউন্ট হোল্ডারের অসময়ে মৃত্যু হলে এই টাকা তাঁর পরিবারের সদস্যকে বা নমিনিকে দেওয়া হয়ে থাকে ৷

Latest Videos

আরও পড়ুন-Aadhar Link Must-জনধন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক, জেনে নিন লিঙ্কের পদ্ধতি

আরও পড়ুন-Kids pan card-১৮ বছর বয়েসর নীচে বাচ্চার জন্য প্যান কার্ড তৈরির পরিকল্পনা, জেনে নিন পদ্ধতি

UMANG App থেকেও আধারের সঙ্গে ইউএএন লিঙ্ক করতে পারবেন। ইপিএফও-র তরফে জানানো হয়েছে, উমাং অ্যাপের মাধ্যমে সহজেই ইউএএন ও আধার লিঙ্ক করতে পারবেন ৷ ঝটপট দেখে নিন কীভাবে লিঙ্ক করবেন -- 

প্রথমে Google Play Store বা Apple iOS এর মাধ্যমে ডাউনলোড করতে হবে উমাং অ্যাপ। তারপর ইপিএফও লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর ই-কেওয়াইসি পরিষেবায় ক্লিক করে আধার সিডিং অপশন সিলেক্ট করতে হবে। ইউএএন নম্বর দিতে হবে।  তারপর নির্দিষ্ট ফোন নম্বরে চলে আসবে ওটিপি। এরপর আপনার সমস্ত ডিটেল দিলেই আধরের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে ইউএএন নম্বর। আর বাকি মাত্র ৯ দিন। তাই কোনও রকম গাফিলতি না করে সেরে ফেলুন এই গুরুত্বপূর্ণ কাজটি। না হলে কিন্তু পিএফ অ্যাকাউন্টের টাকা নিয়ে আপনাকেই নানাবিধ সমস্যার সন্মুখীন হতে হবে। 

Share this article
click me!

Latest Videos

'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো', বার্তা দিলেন Suvendu Adhikari
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
Daily Horoscope: ১১ই জানুয়ারি কী অপেক্ষা করছে আপনার জন্য, জেনে নিন আজকের রাশিফল
‘Trinamool Bangladeshi-দের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন
ভর সন্ধ্যায় এ কী হয়ে গেল Nadia-র Shantipur-এ! দেখলে আপনিও আঁতকে উঠবেন | Nadia News Today