বৃহস্পতিবার এক বিবৃতি জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২২ সালের ৩১ মার্চ মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল কেওয়াইসি আপডেটের সময়সীমা। ওমিক্রন পরিস্থিতির বিষয়টি বিবেচনা করেই এহেন সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের।
সাধারণ মানুষকে বেশ খানিকটা স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)। ৩১ তারিখের মধ্যে যে কাজটি তড়িঘড়ি শেষ করার নির্দেশ দিয়েছিল তার সময়সীমা আরও কয়েকদিন বাড়িয়ে দেওয়া হল। প্রসঙ্গত, ৩১ ডিসেম্বরের মধ্যে ব্য়াঙ্ক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট (KYC Update) করার নির্দেশ জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। কিন্তু বর্তমানে ওমিক্রন পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে সাধারণ মানুষের জন্য কেওয়াইসি আপডেটের সময়সীমা আগামী মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল। বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে এই বিষয়টি আুষ্ঠানিকভাবে ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২০২২ সালের ৩১ মার্চ মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল কেওয়াইসি আপডেটের সময়সীমা। উল্লেখ্য, চলতি বছরের মে মাসেও করোনা পরিস্থিতির গ্রাফ উর্ধ্বমুখী হওয়ার দরুণ রিজার্ভ ব্যাঙ্কের তরফে কেওয়াইসি আপডেটের সময়সীমা ৩১ ডিসেম্বর অভধি বাড়ানো হয়েছিল(KYC Updation Date Extend Till 31st March)। ফের করোনা পরস্থিতি প্রকট হওয়ায় সিদ্ধান্ত বদলাতো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
একটা কথা অবশ্যই মনে রাখবেন, প্রত্যেক বছর কিন্তু কেওয়াইসি আপডেট করা বিশেষভাবে প্রয়োজন। কেওয়াইসি আপডেট করার অর্থ হল গ্রাহকদের নিজদের পরিচয় ও ঠিকানার সঠিক প্রমান ব্যাঙ্কের সামনে প্রতিস্থাপিত করতে হয়। অর্থনৈতিক লেনদেনের জন্য এই কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। কেওয়াইসি আপডেট করলে ব্যাঙ্ক গ্রাহকদের সম্বন্ধে সমস্ত আপডেটেড তথ্য় পেয়ে পায়। উল্লেখ্য, হাই রিস্ক অ্যাকাউন্ট হোল্ডারদের প্রত্যেক ২ বছরে কেওয়াইসি জমা দেওয়া বাধ্যতামূলক। অন্যদিকে যে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কম রিস্কযুক্ত সেগুলো সেই অ্যাকাউন্টের জন্য ১০ বছরে একবার কেওয়াইসি জমা দিতে হয়। যে সব অ্যাকাউন্ট দীর্ঘদিন ব্যবহার হচ্ছে না, সেই ধরনের অ্যাকাউন্ট পুনরায় চালু করার জন্যও কেওয়াইসি জমা দেওয়া অত্যাবশ্যক।
আরও পড়ুন-৩১ ডিসেম্বরের মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি অবশ্যই সেরে ফেলুন, না হলে সিজ করে দেওয়া হবে আপনার অ্যাকাউন্ট
আরও পড়ুন-ITR filing: হাতে আর মাত্র ২ দিন, আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ কি ৩১ ডিসেম্বরের পর বাড়বে
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলতি বছরের মে মাসে প্রতিটি ব্যাঙ্কের কাছে কেওয়াইসি আপডেটের বিষয়ে একটি সার্কুলার পাঠান হয়েছিল। সেই সার্কুলারে বলা হয়েছিল, দেশে কোভিড পরিস্থিতির জন্য যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেশন বাকি আছে বা দীর্ঘদিন ধরে করা হয়নি সেই রকম অ্যাকাউন্টগুলোর কেওয়াইসি আপডেট ৩১ ডিসেম্বর পর্যন্ত সাসপেন্ড করা হবে না। তবে কোনও নিয়ন্ত্রক অথবা এনফোর্সমেন্ট এজেন্সি বা আদালতের নির্দেশ থাকলে সেই সমস্ত অ্যকাউন্টগুলোকে সাসপেন্ড করা যেতে পারে বলে উল্লেখ করা ছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গাইড লাইনে। কেওয়াইসি আপডেট করানোর প্রয়োজন শুধু ব্যাঙ্কের জন্যই প্রয়োজন নয়,রেগুলেটেড ফাইন্যানসিয়াল সংস্থাগুলোর জন্যও বিশেষভাবে প্রয়োজন। কারন এটি অ্যান্টি মানি লন্ড্রিং আইনের অংশ। বলা বাহুল্য, এই সংস্থাগুলোর মধ্যে বিভিন্ন ফাইন্যান্স কোম্পানি থেকে ব্যাঙ্কিং হাউজ, মিউচুয়াল ফান্ড সহ ডিপোজিটার সংস্থাগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।