রকেটের গতিতে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, জানুয়ারির শেষ দিকেই বীমা সংস্থাগুলো বাড়াতে পারে প্রিমিয়ামের খরচ

করোনার দ্বিতীয় ঢেউয়ে মাত্রাতিরিক্ত হারে বেড়েছিল ইন্সিওরেন্স ক্লেমের সংখ্যা। লোকসানের মুখ দেখেছিল বিমা কোম্পানিগুলো। করোনার তৃতীয় ঢেউয়ে আগে থেকেই নড়েচড়ে বসছে বীমা নিয়ন্ত্রক সংস্থা IRDA ।

অতিমারি করোনা(Covid) সংক্রমনের হার বেড়ে চলেছে ঝড়ের গতিতে। কোভিডের দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়েছিল তখন সরকারী থেকে বেসরকারী কোনও হাসপাতালেই তিল ধারণেরর জায়গা ছিল না। অক্সিজেনে আর বেডের জন্য হাহাকার করেছে মানুষ। এই কঠিন পরিস্থিতিতে অনেকখানি বেড়ে গিয়েছিল ইন্সিওরেন্স ক্লেমের (Insurance Claim) সংখ্যাও। এর ফলে যথেষ্ঠ চাপের মুখে পড়েছিল বীমা কোম্পানিগুলি (Insuarance Company)। কোভিডের তৃতীয় ঢেউয়ের গতপ্রকৃতি দেখে এবার আগে থেকেই নড়ে চড়ে বসার সিদ্ধান্ত নিয়েছে বীমা নিয়ন্ত্রক সংস্থা IRDA । বিশেষজ্ঞদের মতে, কোভিডের দ্বিতীয় ঢেউ যেভাবে অতি দ্রুত সংক্রমিত হচ্ছে তাতে মানুষের বিমা কেনার পরিমান দ্বিতীয় ঢেউয়ের তুলনায় বেশ খানিকটা বেড়ে যেতে পারে। তাই করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত যেভাবে বাড়ছে সেখানে আগামী দিনে বিমা কোম্পানিগুলো তাদের প্রিমিয়ামের হার (Premium Rate) বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে। 

বিমা ইন্সিওরেন্স কোম্পানি গুলো তাদের প্রিমিয়ামের হার বৃদ্ধি করবে কিনা সেই বিষয় স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েড ইন্সিওরেন্সের ম্যানেজিং ডিরেক্টর বলেন, প্রিমিয়ামের হার পরিবর্তনের বিষয়টি জানুয়ারি মাসের শেষ পর্বে চূড়ান্ত হবে। এছাড়াও বলেন, যেভাবে কোঙিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেভাবে কিন্তু হাসপাতালে ভর্তির সংখ্যা এখনও অভধি বাড়েনি। তাই এখনও পর্যন্ত ইন্সিওরেন্স ক্লেমের সংখ্যাও নিয়ন্ত্রনে রয়েছে বলেই মনে করছেন স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েড ইন্সিওরেন্সের ম্যানেজিং ডিরেক্টর। অন্যান্য বিমা কোম্পানি গুলোরও একই বক্তব্য। কোভিড যেভাবে দ্রুত গতিতে বাড়ছে তাতে প্রিমিয়াম আগামী দিনে বৃদ্ধি করার প্রবল সম্ভবনা রয়েছে। 

Latest Videos

আরও পড়ুন-সম্পূর্ণ বিনা প্রিমিয়ামে ২০ লাখ টাকা পর্যন্ত বীমা কভারেজ পাওয়া যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেবিট কার্ডে

আরও পড়ুন-স্টেট ব্যাঙ্ক গ্রাহকদের জন্য এসে গেল সুখবর, ১ ফেব্রুয়ারি থেকে ৫ লাখ টাকা পর্যন্ত IMPS সার্ভিসে সম্পূর্ণ ছাড়

কোভিডের দ্বিতীয় ঢেউ যেভাবে মানুষের জীবনে আছড়ে পড়েছিল তাতে হঠাৎ করেই ইন্সিওরেন্স ক্লেমের সংখ্যা মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছিল। ইন্সিওরেন্স ক্লেমের সংখ্যা যেমন রকেটের গতিতে বৃদ্ধি পেয়েছিল ঠিক তেমনই দ্রুত গতিতে বিমা সংস্থাগুলোর ক্ষতির হার বৃদ্ধি পেয়েছিল। এই বিষয়টিকে মাথায় রেখেই বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDA বিমা কোম্পানিগুলিকে প্রিমিয়ামের হার ৫ শতাংশ বাড়ানোর অনুমতি দিয়েছিল। এবারও করোনার তৃতীয় ঢেউ যেভাবে চোখ রাঙাচ্ছে তাতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আর বেশি দারি করতে চাইছে না বীমা নিয়ন্ত্রক সংস্থা IRDA । কোভিডের দ্বিতীয় ঢেউয়ে যেভাবে মুখ থুবরে পড়েছিল বিমা সংস্থাগুলো, সেই ঘটনার যাতে পুনরাবৃতি না হয় সেই জন্য জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই ইন্সিওরেন্সের প্রিমিয়াম বাড়ানোর ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে প্রিমিয়াম বাড়িয়ে নিজেদের সুরক্ষিত রাখতে চাইছে বিমা কোম্পানিগুলো, কিন্তু ইন্সিওরেন্সের প্রিমিয়াম বৃদ্ধির ফলে গ্রাহকদের পকেটে চাপ পড়বে সে কথা কিন্তু বলার অপেক্ষাই রাখছে না। 

 

Share this article
click me!

Latest Videos

‘মমতা West Bengal-কে London বানাতে গিয়ে Lahore বানিয়ে ফেলেছেন’ Mamata-কে চরম খিল্লি Dilip Ghosh-এর
'জাতীয় যা কিছু আছে সবাইকে অপমান করাই TMC-র কাজ!' #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে', চরম কটাক্ষ করলেন Samik Bhattacharya
সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের BGB? কড়া জবাব দেবে BSF | India Bangladesh Border |
রেডি BSF! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে BGB! এবার শিবরামপুরে | Balurghat | BSF | Border