বাদ পড়তে পারে এই সমস্ত রেশন কার্ড, আপনারটা নেই তো সেই তালিকায়

  • এবার রেশন কার্ড নিয়ে বড়সড় পদক্ষেপ নিল সরকার
  •  প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা ফ্রি-তে রেশন দিচ্ছে সরকার
  • এই যোজনার আওতায় দেশের ৮০ কোটিও বেশি মানুষকে এই সুবিধা দেওয়া হবে 
  • এর মধ্যেই সামনে এসেছে বেশ কিছু জাল রেশন কার্ড

ভারতকে ডিডিটাল করার লক্ষ নিয়ে  একের পর এক পরিবর্তন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্মার্ট করার তাগিদে সব কিছুই এখন স্মার্ট। আধার কার্ড থেকে রেশন কার্ড সবকিছুই এখন স্মার্ট।  আধার, প্যানের  ভোটার কার্ডের পর রেশন কার্ডকেও ডিজিটাল কার্ডের আওতায় আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এবার রেশন কার্ড নিয়ে বড়সড় পদক্ষেপ নিল সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা পার্ট ২-তে যাদের কাছে রেশন কার্ড নেই তাদেরও বিনামূল্যে ৫  কেজি চাল অথবা গম ও ১ কিলো ডাল নভেম্বর মাস পর্যন্ত দেওয়ার ঘোষণা করেছে সরকার ৷ মহাসঙ্কট পরিস্থিতিতে দেশের বর্তমান পরিস্থিতি দেখে নভেম্বর ২০২০ পর্যন্ত এই সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে ৷

আরও পড়ুন-ক্রেডিট থেকে ডেবিট কার্ড, ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা ও নয়া ফিচার মিলবে এবার হোয়াটসঅ্যাপেই...

Latest Videos

এই যোজনার আওতায় দেশের ৮০ কোটিও বেশি মানুষকে এই সুবিধা দেওয়া হবে ৷ কিন্তু এর মধ্যেই সামনে এসেছে বেশ কিছু জাল রেশন কার্ড ৷ এই সমস্ত রেশন কার্ডগুলিতে  বেশ কয়েক মাস ধরে কোনও রেশন নেওয়া হয়নি ৷  সূত্র থেকে জানা গেছে, জাল রেশন কার্ডে দেওয়া হবে না কোনও রেশন৷ মধ্যপ্রদেশের কটনিতে মিলেছে বহু জাল রেশন কার্ড।  এবার থেকে তাদের আর মিলবে না রেশন ৷ জানা গিয়েছে, কটনি জেলায় প্রায় ১২ হাজার পরিবার রয়েছে যারা ৩ মাস রেশন নেয়নি ৷

আরও পড়ুন-রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর, ১৪ জুলাই থেকে প্রথম বিক্রি শুরু পোকো এমটু প্রো এর...

এই সমস্ত রেশন কার্ড নকল বলেই মনে করা হচ্ছে  ৷ যদি তা সত্যি হয় তাহলে তারা আর রেশন পাবেন না ৷ এর পাশাপাশি কোনও রেশন কার্ডে গত ৩ মাসে রেশন না নেওয়া হলে সেগুলিও  ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে ৷ আর তা যদি  জাল রেশন কার্ড হয়, তাহলে  সঙ্গে সঙ্গে সেটি লিস্ট থেকে বাদ দেওয়া হবে৷ যত দিন যাচ্ছে ততই বাড়ছে  জাল রেশন কার্ডের সংখ্যা। এই সংখ্যাটা আটকানোর জন্যই আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে।


 

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today