একধাক্কায় চড়চড়িয়ে বেড়ে গেল সোনা-রূপোর দর, বিয়ের মরশুমের আগেই পকেটে কোপ মধ্যবিত্তের

Published : Mar 24, 2022, 10:43 AM ISTUpdated : Mar 31, 2022, 05:34 PM IST
একধাক্কায় চড়চড়িয়ে বেড়ে গেল সোনা-রূপোর দর, বিয়ের মরশুমের আগেই পকেটে কোপ মধ্যবিত্তের

সংক্ষিপ্ত

সামনেই বৈশাখ মাস।  বিয়ের মরশুমে সোনা কেনার হিড়িক এমনিতেই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। আর তার  মধ্যে সোনার দাম বাড়লে তা যেন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এবার বিয়ের মরশুমের আগেই একলাফে চড়চড়িয়ে দাম বাড়ল সোনা ও রূপোর। যার ফলে মধ্যবিত্তের পকেটে কোপ পড়েছে। সোনার দাম নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একদিন বাড়ছে তো অন্যদিন কমছে।আর বিয়ের মরশুমে সোনার দাম বাড়লেই চিন্তা বাড়তে থাকে মধ্যবিত্তের (Gold - Silver Price)।  ভারতীয় বাজারে পরপর তিনদিন সোনার বাজারে চমক দিলেও আজ  অনেকটাই দাম বেড়েছে সোনার ।  ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।  

সামনেই বৈশাখ মাস।  বিয়ের মরশুমে সোনা কেনার হিড়িক এমনিতেই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। আর তার  মধ্যে সোনার দাম বাড়লে তা যেন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এবার বিয়ের মরশুমের আগেই একলাফে চড়চড়িয়ে দাম বাড়ল সোনা ও রূপোর। যার ফলে মধ্যবিত্তের পকেটে কোপ পড়েছে। সোনার দাম নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একদিন বাড়ছে তো অন্যদিন কমছে।আর বিয়ের মরশুমে সোনার দাম বাড়লেই চিন্তা বাড়তে থাকে মধ্যবিত্তের (Gold - Silver Price)।  বিশ্ব  বাজারে ফের  সোনার দাম বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের জেরে (Russia- Ukraine War) আকাশছোঁয়া সোনার দাম।  বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমেছে। তবে গতকালের তুলনায় সোনার দাম আজ বেড়েছে না কমেছে তা জানতেই মুখিয়ে রয়েছেন  সকলে। ভারতীয় বাজারে পরপর তিনদিন অব্যাহত ছিল সোনার দাম। ফের একলাফে অনেকটা  দাম বাড়ল সোনার।  

২২ ক্যারেট ১০ গ্রামের দাম যেমন বেড়েছে তেমনই বেড়েছে ২৪ ক্যারেটের দাম। সোনার দাম যেহারে বেড়ে চলেছে তাতে নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। এখনও ভারতে  ৫১ হাজার টাকার উর্ধ্বেই রয়েছে ১০ গ্রাম পাকা সোনার দাম। গত সপ্তাহেও এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ঠেকেছিল ৫১ হাজারেরও বেশি। তবে চলতি সপ্তাহে আরও বেড়েছে। আগের তুলনায় কলকাতাতে ২২ ক্যারেট সোনার দাম বেশ অনেকটাই সস্তা হয়েছে। আপাতত ২২ গ্রাম সোনার দাম ৫০ হাজারের অনেকটাই নীচে রয়েছে।তবে শুধু সোনা নয় বিগত কয়েকদিনের তুলনায় রূপোর দামেও বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে।  ভারতীয় বাজারে পরপর তিনদিন সোনার বাজারে চমক দিলেও আজ  অনেকটাই দাম বেড়েছে সোনার ।  ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

 

 

করোনা সংক্রমণ আগের তুলনায় কিছুটাও হলেও নিচের দিকে। যার ফলে গয়না থেকে বিয়ের কেনাকাটা সেরে ফেলতে চাইছেন অনেকে। এবং করোনাকালে  যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তার তুলনায়  কিছুটা ছন্দে ফিরতেই স্বস্তিতে রয়েছেন ব্যবসায়ীরা। তবে  বিয়ের মরশুমের আগে বেশ কিছুদিন ধরে সোনার দাম নিয়ে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। তবে যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। বেশ কয়েকদিন ধরেই সোনা ও রূপোর দামে হেরফের শুরু হয়েছে। আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে।  আর সোনার দাম বাড়লেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। তবে এই সামরিক অভিযান চলতে থাকলে সোনার দামও সর্বকালীন রেকড মুহূর্তে ভেঙে দিতে পারে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৯৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,৩১০ টাকা।  যা গতকালের তুলনায় অনেকটাই বেড়েছে। রূপোর দামও একই রয়েছে। কলকাতার বাজারে ১ কেজি রূপোর  (Silver Price ) আজকের দাম ৬৮,৫০০  টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে।
সোনা কেনার আগ্রহ বছরভর থাকে মানুষের মধ্যে। তবে বিয়ের মরশুমের আগে  যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। 

PREV
click me!

Recommended Stories

জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে আরবিআই-এর নতুন চমক! এবার মিলবে একসঙ্গে অনেক সুবিধা
শ্রম আইনের মহাবিপ্লব! শ্রমিক ও সংস্থা উভয়ের হবে লাভ, কী রয়েছে এই নয়া আইনে