শেষ দুদিন অপরিবর্তিত সোনার দাম, তবুও বিয়ের মরশুমে কামড় বসাচ্ছে সোনার দাম

সোনার দামের পারদ কিন্তু সেই উর্ধ্বমুখী। বিয়ের মরশুমে ক্রমশ চাপ বাড়ছে মধ্যবিত্তের পকেটে। শেষ দুই দিনে সোনার দামে কোনও পরিবর্তন ঘটেনি। কলকাতাতেও রবিবার ও সোমবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম অপরিবর্তিত রয়েছে। 

সোনার দামের পারদ উর্ধ্বমুখীই (Gold Price Today) রয়েছে। তবে সাধারণের অস্বস্তি না বাড়িয়ে গত দুদিন অপরিবর্তিত রয়েছে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম (Gold Price Today In Kolkata)। বিয়ের মরশুমে সোনার দামে পারদ নিম্নমুখী হওয়ার অপেক্ষায় এখনও যেন প্রহর গুনছে মধ্যবিত্ত।  বিয়ের মরশুমে সপ্তাহের প্রথম দিনেও সোনার দাম মোটেই স্বস্তি দিচ্ছে না সাধারণকে। আসুন দেখে নেওয়া যায় ৭ ফেব্রুয়ারি সোমবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম কোথায় গিয়ে ঠেকল। আজ প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৫ হাজার ১০০ টাকা। অন্যদিকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার পারদ ছুঁয়েছে ৪৯ হাজার ২০০ টাকা। তাহলে বুঝতেই পারছেন, ২৪ ক্যারেট সোনালি ধাতুর দাম হাফ সেঞ্চুরির ঘরের আশেপাশেই ঘোরাফেরা করছে। উল্লেখ্য, ২৪ ক্যরেট সোনাকেই মানুষ বিশুদ্ধ বা হলমার্ক সোনার আওতায় ফেলতে পছন্দ করে থাকেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে ২৪ ক্যারেট সোনার দামের পারদের গ্রাফ একেবারে উর্ধ্বমুখী। সোনার দামে (Gold Price Unchanged For Last Two Days)) সাধারণ মানুষ যে কবে একটু স্বস্তি পাবে সেটাই এখন প্রশ্নচিহ্নের মুখে। সোনার দাম তো মধ্যবিত্তের পকেটে চাপ বাড়াচ্ছেই। সেই সঙ্গে রুপোর দামও কিন্তু খুব একট স্বস্তি দিচ্ছে না সাধারণকে। আসুন দেখে নেওয়া যাক রুপোর দামের ওঠা-নামা কেমন করছে। রবিবার যেখানে প্রতি কেজি রুপোর দর ছিল ৬০ হাজার ৯০০ টাকা, সেখানে আজ অর্থাৎ সোমবার সেই দাম ১০০ টাকা বেড়ে পৌঁছাল ৬১ হাজারে।  

ভারতে সোনার দামের গ্রাফ দেখে কলকাতায় সোনার দাম কেমন হবে সেই আন্দাজ নিশ্চই করতে পারছেন। হ্যাঁ, কলকাতাবাসীও চড়া সোনার দামে একবারে হাসফাঁস করছে। বিয়ের মরশুমে উর্ধ্বমুখী সোনার দামে হাত পুড়ছে মধ্যবিত্তের। আসুন দেখে নেওয়া যাক সপ্তাহের প্রথমদিন অর্থাৎ সোমাবার কলকাতাবাসীকে সোনার দাম কতটা চাপ বাড়াল। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনালি ধাতুর দাম রয়েছে ৪৫ হাজার ১০০ টাকা। অন্যদিকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনালি ধাতুর দাম পৌঁছেছে ৪৯ হাজার ২০০ টাকায়। এই প্রসঙ্গে একটা কথা বলাই বাহুল্য,কলকাতাতেও শেষ দুদিনে সোনার দামে কোনও পরিবর্তন হয়নি। সোনার পর এবার দেখে নেওয়া যাক রুপোর দামের গতিপ্রকৃতি কেমন রয়েছে কলকতায়। সোমবার কলকাতায় প্রতি কেজি রুপোর দাম রয়েছে ৬১ হাজার। উল্লেখ্য, রবিবারের থেকে প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ১০০ টাকা। 

Latest Videos

আরও পড়ুন-সাধারণকে অস্বস্তিতে ফেলে ফের দাম বাড়ল সোনার, কবে আসবে সোনা কেনার সুবর্ণ সুযোগ

আরও পড়ুন-শেষ দুদিন প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম অপরিবর্তিত, ২৪ ক্যারেটে নামমাত্র পতন

আরও পড়ুন-Gold Price Today-নতুন বছরের আরও একটি নতুন মাস, জারি বিয়ের মরশুমও, এদিকে সোনার দামে ঘটল নামমাত্র পতন

সোনার দরের উত্তরোত্তর বৃদ্ধিতে যেমন নাজেহাল ক্রেতারা, তেমনই বেশ কিছুটা চিন্তা বাড়িয়েছে সোনার বিক্রেতাদেরও। কারন দামের উর্ধ্বমুখী পারদ না নামলে সাধারণ মানুষ স্বচ্ছন্দে সোনার গয়না কেনাকাটা করতে পারছে না। ফলে বিক্রেতাদেরও লাভের পরিমান বাড়ছে না। সোনার কেনার সময় সোনার বিশুদ্ধতা নিয়ে একটা বড় প্রশ্ন জাগে ক্রেতার মনে। সেই সংশয় দূর করতে রয়েছে BIS Care app ।  সরকার অনুমোদিত এই অ্যাপের দ্বারা আপনি সহজেই সোনার বিশুদ্ধতা পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে যদি কোনও অভিযোগ জানানোর কোনও বিষয় থাকে সেগুলোও জানাতে পারবেন। যদি হলমার্ক সংক্রান্ত কোন সমস্যা থাকে তাহলে এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর সুযোগ পাবেন। 
 

Share this article
click me!

Latest Videos

‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন
ফের ইডির ভয়াল থাবা! মধ্যমগ্রাম কাঁপলো ইডির দুঃসাহসিক অভিযানে, দেখুন | North 24 Parganas | ED Raid
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী বললেন তিনি, দেখুন সরাসরি