হোলির আগেও সোনার দামে খুশির রঙ লাগল না সাধারণের মনে

আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দর রয়েছে ৪৭ হাজার ৩০০ টাকা ও ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫১ হাজার ৬০০ টাকা। সোনার দামের পারদ কবে নিম্নমুখী হবে সেই আশাতেই দিন গুনছে সাধারণ মানুষ। একের পর এক বিয়ের মরশুম পাড়। সেই সঙ্গে বসন্ত উৎসবের আগেও সোনার দামে কোনও সুরাহা হল না যাতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মনেই খুশির রং লাগে। 
 

বারো মাসে তেরো পার্বণের মত হয়তো আমরা সোনা (Gold price Today) কিনি না, কিন্তু বছরের নির্দিষ্ট কিছু দিন যেমন ধরুন ধনতেরস বা পুজোর সময় অনেকেই সোনা কিনতে পছন্দ করেন। একগাদা জামাকাপড় না কিনে অনেকেই পুজো বা জন্মিদেনের টাকা জমিয়ে সোনা কিনতে ভালবাসেন। কিন্তু একটানা দীর্ঘ দিন যেভাবে সোনার দামের পারদ (Gold Price) উর্ধ্বমুখী রয়েছে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের পক্ষে সোনা কেনা সত্যিই দায় হয়ে পড়েছে। সখের কথা যদি বাদও দিই, বিয়ের মরশুমে সোনা কেনা কেনা তো একপ্রকার রীতির মধ্যেই পড়ে। নববধূকে সোনার গয়না দিয়ে সাজানোর প্রথা চলে আসছে সেই কোন প্রাচীন যুগ থেকে। কিন্তু সোনালি ধাতুর দাম যেভাবে চোখ রাঙাচ্ছে তাতে সত্যিই সোনা কিনতে একেবারে ঝলসে যাচ্ছে মধ্যবিত্তের হাত। এর মাঝেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে একলাফে অনেকখানি বেড়ে গিয়েছিল সোনার দাম। একদিকে ভরপুর বিয়ের মরশুম (Wedding Season)আর অন্যদিকে চড়চড়িয়ে সোনার দামের গতি বৃদ্ধির ফলে মধ্যবিত্তের পকেটে যথেষ্ট চাপ সৃষ্টি হচ্ছে। বিশ্ববাজারে সোনার দামের হালহকিকত কেমন রয়েছে জেনে নেওয়া যাক। 

১৭ মার্চ, বৃহস্পতিবার, আজ দোল উৎসবের ঠিক আগের দিন। সেই সঙ্গে রয়েছে বিয়ের তারিখও। তাই আজ সোনার দাম বিশ্ববাজারে কেমন রয়েছে তা জেনে নেওয়া যাক। ১৭ মার্চ, বৃহস্পতিবার (17th March, Thursday) বিশ্ববাজারে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম একপ্রকার চোখ রাঙাচ্ছে তা বলাই যায়। ১৬ মার্চ যা দাম ছিল তার থেকে মাত্র ১০ টাকা কমেছে সোনার দর, যা পতন হিসাবে মোটেই বলা চলে না। আসুন জেনে নেওয়া যাক, লক্ষ্মীবারে বিশ্ববাজারে সোনার দর কেমন রয়েছে। আজ প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৭ হাজার ২৯০ টাকা। অন্যদিকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনালি ধাতুর হয়েছে ৫১ হাজার ৫৯০ টাকা। সোনার দামের এই বাড়বাড়ন্তের জেরে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ থেকেই যায়। সত্যিই সোনার দামের (Gold Price Today) উর্ধ্বমুখী পারদে জেরবার সাধারণ ক্রেতা। একদিকে বিয়ের মরশুম আর অন্যদিকে চড়া সোনার দাম। সব মিলিয়ে বিয়ের জন্য গয়না কিনতে রীতিমতো হাত পুড়ছে মধ্যবিত্তের। 

Latest Videos

বিশ্ববাজারে সোনার দামের উর্ধ্বমুখী পারদে এটুকু স্পষ্ট যে কলকাতাবাসীও সোনা কিনতে মোটেই স্বস্তি বোধ করছেন না। কলকাতাতেও এখন ভরপুর বিয়ের মরশুম আর তার মধ্যে সোনার দামের বাড়বাড়ন্ততে একেবারে নাকানি চোবানি খাচ্ছে আমক্রেতা। ১৭ মার্চ বুধবার শহর কলকাতায় সোনালি ধাতুর দামের পারদ কোথায় পৌঁছেছে জেনে নিন (Gold Price Today In Kolkata)। সেই সঙ্গে এটাও বুঝে নিন আপনার যদি বিয়ের অনুষ্ঠানে বা অন্য কোনও কারনে সোনা কেনার প্রয়োজন হয় তাহলে আপনার পকেটে ঠিক কতটা চাপ পড়তে পারে। ১৭ মার্চ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে যথাক্রমে ৩০০ ও ৩৩০ টাকা পর্যন্ত পতন ঘটেছে (Gold Price Slight Decrease)। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দর রয়েছে ৪৭ হাজার ৩০০ টাকা ও ২৪ ক্যারেট সোনার দাম হয়েছে ৫১ হাজার ৬০০ টাকা। সোনার দামের পারদ কবে নিম্নমুখী হবে সেই আশাতেই দিন গুনছে সাধারণ মানুষ। একের পর এক বিয়ের মরশুম পাড়। সেই সঙ্গে বসন্ত উৎসবের (Holi 2022) আগেও সোনার দামে কোনও সুরাহা হল না যাতে ক্রেতা ও বিক্রেতা উভয়ের মনেই খুশির রং লাগে। 

Share this article
click me!

Latest Videos

'এটা কোন মুখ্যমন্ত্রী? হিন্দুদের দায়িত্ব মুসলিমরা নেবে, বাংলাদেশ হয়ে যাবে তো' | Suvendu Adhikari
রাগের মাথায় এ কী করে বসলো স্বামী! দেখলে আঁতকে উঠবেন, চাঞ্চল্য Nadia-এ | North 4 Parganas News Today
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
নেতাজির 'মৃত্যুদিন' ঘোষণা রাহুলের, ক্ষোভ উগরে একহাত নিলেন সুকান্ত মজুমদার | Sukanta on Rahul
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury